দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য ?

0
দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

দ্রাঘিমারেখার বৈশিষ্ট্য লেখো ?

  1. পরিধি: দ্রাঘিমারেখাগুলোর পরিধি সর্বত্র সমান।
  2. পারস্পরিক দূরত্ব: দ্রাঘিমারেখাগুলো প্রত্যেকটি এক-একটি অর্ধবৃত্ত, কিন্তু এরা পরস্পরের সমান্তরাল নয়। সুতরাং এদের পরস্পরের দূরত্ব সমান নয়। দুটি দ্রাঘিমারেখার মধ্যে দূরত্ব নিরক্ষরেখার কাছে সবচেয়ে বেশি। নিরক্ষরেখার থেকে মেরুর দিকে ক্রমশ দূরত্ব কমে যায়।
  3. মান: দ্রাঘিমারেখার মান মূলমধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে ক্রমশ বাড়ে। পূর্বে 179টি, পশ্চিমে 179টি, মূলমধ্যরেখা ও 180° দ্রাঘিমারেখাকে নিয়ে মোট দ্রাঘিমারেখার সংখ্যা 360টি। 

180° পূর্ব এবং 180° পশ্চিম যেহেতু একটাই দ্রাঘিমা রেখা, তাই তার পূঃ ও পঃ উল্লেখ করতে হয় না।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।