বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ?

0
বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি ও প্রয়োজনীয়তা লেখো ?

বর্জ্য ব্যবস্থাপনার ধারণা:

আমাদের চারপাশে পড়ে থাকা নানা বর্জ্যকে আমরা যদি আরও ব্যবহার করতে পারি বা সুপরিকল্পিতভাবে তার ক্ষতিকর প্রভাব কমিয়ে দিতে পারি, সেটাই হলো বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management)। বর্জ্য ব্যবস্থাপনা চারটি প্রক্রিয়ায় হয়, যাকে আমরা 4R (Reduction, Refuse, Reuse, Recycling) বলতে পারি। এবার 4R সম্পর্কে জেনে নাও –

  1. বর্জ্যের পরিমাণগত হ্রাস (Reduction): যেসব বর্জ্য পরিবেশে জঞ্জালের পরিমাণ বৃদ্ধি করে, সেগুলির ব্যবহার আমরা কমিয়ে আনতে পারি। যেমন- প্লাস্টিক, বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার কম করে আমরা এই কাজ করতে পারি। 
  2. প্রত্যাখ্যান (Refuse): পরিবেশকে সুস্থ রাখার জন্য আমরা কিছু জিনিস একদম ব্যবহার করব না। যেমন- প্লাস্টিক ব্যাগ আমরা একদম ব্যবহার করব না।
  3. পুনর্ব্যাবহার (Reuse): কোনো কোনো বর্জ্য ফেলে না দিয়ে আবার কাজে লাগানো যায়। যেমন- শাকসবজির খোসা, ফলের খোসা গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহার করা যায়, সার তৈরি হয়। 
  4. পুনর্নবীকরণ (Recycling): আমরা যেসব জিনিস ফেলে দিই, সেইসব জিনিস থেকেও নতুন কাজের জিনিস তৈরি হয়। যেমন- টিন, কাচ, প্লাস্টিক, কাগজ, কার্ডবোর্ড ইত্যাদি বর্জ্যগুলি থেকে বিশেষ উপায়ে নতুন দ্রব্য উৎপাদন করা হয় ।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।