বিপর্যয় কথার উৎপত্তি এবং বিপর্যয় কাকে বলে ?

0
বিপর্যয় কথার উৎপত্তি এবং বিপর্যয় কাকে বলে ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। বিপর্যয় কথার উৎপত্তি এবং বিপর্যয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

বিপর্যয় কথার উৎপত্তি এবং বিপর্যয় কাকে বলে ?

বিপর্যয় শব্দের উৎপত্তি:

দুর্যোগের পরবর্তী আরো খারাপ অবস্থা হল বিপর্যয়। অর্থাৎ বিপর্যয় হল দুর্যোগের চরম ফল’ বা ‘পরিণতি’।

শব্দের উৎপত্তি:

বিপর্যয়কে ইংরেজিতে ‘Disaster’ বা ডিজাস্টার বলা হয়। বিপর্যয় বা ‘ডিজাস্টার’ (Disas – Ter) কথাটির উৎপত্তি ফরাসি শব্দ ‘Desastro’ (ডিজাস্ট্রো) কথা থেকে এসেছে। অনেকে মনে করেন শব্দটির উৎপত্তি ইতালিয় শব্দ ‘Diasastro’ থেকে। আবার অনেকে মনে করেন এর উৎপত্তি গ্রিক ‘Disaster’ শব্দ থেকে। ফরাসি শব্দ ‘Des’ বা ল্যাটিন ‘Dis’ বা ‘De’ বা ‘Di’ কথার অর্থ ‘খারাপ’ বা ‘মন্দ’ (Dad, Evil) এবং ‘Astre’ (অ্যাস্টর) কথার অর্থ ‘তারা’ (Star)। তাই ডিজাস্টার হল ‘মন্দ তারা’ (Dad Star) বা ‘শয়তান তারা’ (Evil Star)। অর্থাৎ [(Dis/De/Di) + (Astron/Star) = disaster]। অর্থাৎ অশুভ কোনো তারার প্রভাবে যে ক্ষতি হয় তাকে বলে বিপর্যয়। প্রাচীনকালে গ্রীস সহ সমগ্র ইউরোপ এমনকি প্রায় সব ধর্মের মানুষেরা, সর্বপ্রকার ‘প্রাকৃতিক বিপর্যয়’-কে গ্রহের ফের বা মন্দ তারার প্রভাবে ঘটে বলে মনে করতেন।

সংজ্ঞা (Definition):

  1. সাধারণ সংজ্ঞা: বিপর্যয় হল এমন একটি মারাত্মক প্রাকৃতিক ও মানবিক ঘটনা যা মানুষের স্বাভাবিক ক্রিয়াকলাপ ও জীবনযাত্রাকে ব্যাহত করে। আর সেটা প্রাকৃতিক কারণে ঘটলে তাকে বলা হয় প্রাকৃতিক বিপর্যয় ৷
  2. ভূগোলবিদ সাবিন্দ্ৰ সিং: -এর ভাষায়, “বিপর্যয় হল আকস্মিক প্রতিকূল অথবা দুর্ভাগ্যজনক চরম ঘটনা, যা মানুষ, উদ্ভিদ ও প্রাণীর ভয়ানক ক্ষতির কারণ হয়।”
  3. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রদত্ত সংজ্ঞা: বিপর্যয় হল এমন এক ধরনের ঘটনা যার দ্বারা আর্থিক ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যু ও স্বাস্থ্যের অবনতি ঘটে এবং যেখানে অতি গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে যথাযথভাবে স্বাস্থ্যবিষয়ক পরিষেবা দিতে হয়।
  4. আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের মতে: এক মিলিয়ন ডলার নষ্ট হবে এবং একশো-র বেশি জীবনহানি ঘটবে আর একশো-র বেশি মানুষ আহত হবে -এমন ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনাকে বিপর্যয় বলা হবে।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।