আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়া এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়াসমূহের সংক্ষিপ্ত পরিচয় দাও ?
ভূমিরূপ গঠনে বহির্জাত প্রক্রিয়া সমূহ:
সংজ্ঞা:
ভূপৃষ্ঠের স্থিতিশীল ও গতিশীল প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে যে প্রক্রিয়ায় শিলামণ্ডলের উপরিভাগে বিভিন্ন উচ্চ যুক্ত ভূমিরূপের পরিবর্তন ঘটায় ও ভূমিরূপের ভাস্কর্যের সৃষ্টি করে এবং তাদের মধ্যে ক্রমশ সমতা এনে একটি সাধারণ তল গঠন করে, তাকে বহির্জাত বা বহিঃজ প্রক্রিয়া বলে।
প্রক্রিয়াসমূহ:
বহির্জাত প্রক্রিয়াগুলি সাধারণত তিনটি প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার ভূমিরূপ গঠন করে থাকে অবরোহণ, আরোহণ ও জৈবিক প্রক্রিয়া।
অবরোহণ প্রক্রিয়া বা নগ্নীভবন প্রক্রিয়া:
যে সব বহির্জাত প্রক্রিয়ায় প্রাকৃতিক শক্তির দ্বারা আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের উঁচু অংশের উচ্চতা ক্রমশ হ্রাস পেয়ে ভূ-ভাগ নিচু হতে থাকে এবং ক্ষয়ের শেষ সীমায় পৌঁছায় তাদের একত্রে অবরোহণ বলে। অবরোহণ তিনটি প্রক্রিয়ায় কাজ করে- আবহবিকার, পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন।
আবহবিকার:
যে সব প্রক্রিয়ায় আবহাওয়া ও জলবায়ুর বিভিন্ন উপাদান দ্বারা ভূপৃষ্ঠের শিলাস্তর যান্ত্রিকভাবে চূর্ণ-বিচূর্ণ এবং রাসায়নিকভাবে বিয়োজিত হয়ে উৎপন্ন পদার্থসমূহ স্বস্থানে অবস্থান করে এবং শিলার ভৌত-রাসায়নিক পরিবর্তন ঘটে শিলাস্তর শিথিল হয়ে পড়ে, সেই সব প্রক্রিয়াকে আবহবিকার বলে।
পুঞ্জিত ক্ষয়:
যে সব প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ পৃথিবীর অভিকর্ষ শক্তির টানে পাহাড়-পর্বতের ঢাল বরাবার ধীরে ধীরে বা দ্রুত নিচে নেমে আসে, তাকে পুঞ্জিত ক্ষয় বলে।
ক্ষয়ীভবন:
যে সব প্রক্রিয়ায় আবহবিকারজাত পদার্থ এবং বিভিন্ন প্রাকৃতিক শক্তির ক্ষয়জাত পদার্থ উৎপত্তিল থেকে অন্যত্র পরিবাহিত ও স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠের | উচ্চতার ক্রমশ হ্রাস হয় এবং ভূপৃষ্ঠ একটি সমানতলে পরিণত হয় বা ভূভাগ ক্ষয়ের শেষ সীমা বা সমুদ্রতলে এসে উপনীত হয়, তাকে ক্ষয়ীভবন বলে।
আরোহণ প্রক্রিয়া:
যে সব বহির্জাত প্রক্রিয়ায় অবরোহণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থগুলি প্রাকৃতিক শক্তি দ্বারা নীচু স্থানে সজ্জিত হয়ে ক্রমশ ভরাট হয় ও ভূ-ভাগের উচ্চতা আরোহণ প্রক্রিয়া বলে। নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, ভৌমজল প্রভৃতি প্রাকৃতিক শক্তির দ্বারা ক্ষয়জাত পদার্থ নীচু স্থানে সঞ্চিত হয়ে ক্রমশ উঁচু হয়ে ওঠে।
জৈবিক প্রক্রিয়া:
যে সব বহির্জাত প্রক্রিয়ায় উদ্ভিদ, প্রাণী ও মানুষ ভূপৃষ্ঠের শিলাস্তরের আবহবিকার, পরিবহন, ক্ষয় ও সঞ্চয়ের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটিয়ে ভূপৃষ্ঠ সমতলীকরণ করে, তাদের একত্রে জৈবিক প্রক্রিয়া বলে।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।