ভূমিকম্পের প্রধান কারণ ?

0
ভূমিকম্পের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। ভূমিকম্পের প্রধান কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ভূমিকম্পের প্রধান কারণগুলি সংক্ষেপে লেখো ?

ভূমিকম্পের প্রধান কারণসমূহ:

প্রধানত ভূগর্ভের গতিশীল টেকটনিক প্লেটের চ্যুতি, বিভিন্ন প্লেটের সংঘর্ষ কিংবা একটির ওপর আর একটি উঠে যাওয়ার ফলে ভূ-অভ্যন্তর থেকে যে শক্তি বের হয়ে আসে তার প্রভাবে ভূমিকম্পের সৃষ্টি হয়।

এছাড়া অগ্ন্যুৎপাত, ধস, ভূসংকোচন এবং ভূগর্ভের বাস্পচাপ বৃদ্ধির ফলেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। আবার ভূগর্ভে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হলে, জলাধারে জলের অত্যন্ত চাপের প্রভাবে প্রভৃতি মনুষ্য সৃষ্ট কারণেও ভূমিকম্পের সৃষ্টি হতে পারে। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি ও তীব্রতার মাত্রা পরিমাপ করা হয় রিখটার স্কেলে [Richter Scale]। এই স্কেলের মান 0-10। এই স্কেল অনুসারে ভূমিকম্পের তীব্রতা এক পয়েন্ট বাড়ার অর্থ সেই ভূমিকম্পে ক্ষয়ক্ষতির মাত্রা আগের পয়েন্ট-এর থেকে 10 গুণ বেশি হয়। রিখটার স্কেলে 6-এর বেশি মাত্রার ভূমিকম্পে বিরাট ক্ষয়ক্ষতি হয়। এই স্কেলে 3 হল মৃদু ভূমিকম্প, ৪-9 হল প্রবল ও ভয়ঙ্কর ভূমিকম্প।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।