পৃথিবীর সর্বপ্রধান অঞ্চলসহ ভারতের খরা প্রবণ অঞ্চল ?

0
পৃথিবীর সর্বপ্রধান অঞ্চলসহ ভারতের খরা প্রবণ অঞ্চলগুলি কী কী ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পৃথিবীর সর্বপ্রধান অঞ্চলসহ ভারতের খরা প্রবণ অঞ্চলগুলি কী এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পৃথিবীর সর্বপ্রধান অঞ্চলসহ ভারতের খরা প্রবণ অঞ্চলগুলি কী কী ?

পৃথিবীর সর্বপ্রধান অঞ্চলসহ ভারতের খরা প্রবণ অঞ্চলসমূহ:

পৃথিবীতে খরাপ্রবণ অঞ্চলের সংখ্যা যথেষ্টই। এদের মধ্যে দুটি অঞ্চলের উল্লেখ করা হল

আফ্রিকার সহেল অঞ্চল:

সহেল (Sahal) শব্দের অর্থ ‘প্রান্তরভূমি’ (The Edge Of Sahara Desert)। এটি হল পৃথিবীর সর্বাধিক খরাপ্রবণ অঞ্চল। এই অঞ্চল 1905-1909, 1950 1969, 1973, 1984, 1990 ও 2007 সালে চরম খরার কবলে পড়ে।

ভারতে খরাপ্রবণ অঞ্চল:

ভারতের প্রায় 67টি জেলা দীর্ঘস্থায়ী খরাপ্রবণ অঞ্চল। দেশের প্রায় 33% অঞ্চলই খরাপ্রবণ। ভারতের কৃষিজমির 25% এলাকা খরাপ্রবণ। ভারতকে কতকগুলি সুনির্দিষ্ট খরাপ্রবণ অঞ্চলে বিভক্ত করা যেতে পারে

  1. মরুস্থলী: জয়সলমীর, চুরু, গঙ্গানগর;
  2. মরু ও মরুপ্রায় অঞ্চল: অহমেদাবাদ থেকে কানপুর এবং কানপুর থেকে জলন্ধর পর্যন্ত প্রায় 6 লক্ষ বর্গ কিমি এলাকা;
  3. পশ্চিমঘাট পর্বতের বৃষ্টিচ্ছায় অঞ্চল: পশ্চিমঘাট পর্বতের পূর্বে প্রায় 300 কিমি বিস্তৃত অঞ্চল। মহারাষ্ট্রের দক্ষিণ, কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের পূর্বাংশ নিয়ে প্রায় 3-5 লক্ষ বর্গ কিমি অঞ্চল খরাপ্রবণ।

অন্যান্য:

গুজরাটের কচ্ছ ও সৌরাষ্ট্র অঞ্চল, ভাইগাই নদীর দক্ষিণাংশের তিরুনেলভেলি জেলা, কোয়েম্বাটোর, ওড়িষ্যার কালাহান্ডি, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ছোটোনাগপুর মালভূমির— রাঁচি, হাজারিবাগ নিয়ে প্রায় 1 লক্ষ বর্গ কিমি অঞ্চল।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।