বায়ুচাপের উদাহরণ ?

0
দৈনন্দিন জীবনে বায়ুচাপের তিনটি উদাহরণ দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। দৈনন্দিন জীবনে বায়ুচাপের তিনটি উদাহরণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

দৈনন্দিন জীবনে বায়ুচাপের তিনটি উদাহরণ দাও ?

বায়ুচাপের উদাহরণ:

ফুটবলের ব্লাডার, বেলুন প্রভৃতির ভেতরে বায়ুচাপ বাড়িয়ে ওইগুলিকে ফোলানো হয়। 

আমরা ডাবের ডল, সরবৎ এবং বিভিন্ন পানীয় দ্রব্য পান করার সময় প্লাসটিকের সরু নল (স্ট্র) ব্যবহার করি। এই নলের এক প্রান্ত মুখ এবং অপর প্রান্ত তরলের মধ্যে ডোবানো থাকে। এবার মুখ দিয়ে নলের ভেতরের বায়ু টেনে নিলে, নলের মধ্যে শূন্যতার সৃষ্টি হয়। তখন বায়ুর চাপে পানীয় নলে প্রবেশ করে ওই শূন্যস্থান পুরণ করে। ফলে, বোতলের পানীয় অতি সহজে আমাদের মুখে চলে আসে। 

টিক্‌টিকির পায়ের তলায় ছোটো ছোটো বায়ুপূর্ণ ছিদ্র আছে। টিক্‌টিকি যখন দেওয়ালের ওপর দিয়ে চলাচল করে তখন তার পায়ের চাপে ওই ছিদ্রগুলো থেকে বায়ু বের হয়ে যায়। তখন বাইরের বায়ুর চাপ টিক্‌টিকির পাকে দেওয়ালের সঙ্গে আটকে রাখে। এজন্য টিক্‌টিকি দেওয়ালের উপর দিয়ে সহজে চলাচল করতে পারে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।