ব্যারোমিটারের ব্যবহার ?

0
ব্যবহারিক জীবনে ব্যারোমিটারের তিনটি ব্যবহার বর্ণনা করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ব্যবহারিক জীবনে ব্যারোমিটারের তিনটি ব্যবহার এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ব্যবহারিক জীবনে ব্যারোমিটারের তিনটি ব্যবহার বর্ণনা করো ?

ব্যারোমিটারের ব্যবহার:

  1. সঠিক বায়ুচাপ নির্ণয়: ব্যারোমিটারের সাহায্যে কোনো স্থানের সঠিক বায়ুচাপ নির্ণয় করা হয়।
  2. আবহাওয়ার পূর্বাভাস নির্ণয়: ব্যারোমিটারের সাহায্যে আবহাওয়ার মোটামুটি পূর্বাভাস জানা যায়; যেমন:
    • ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা ধীরে ধীরে নামতে থাকলে বুঝতে হবে যে, বায়ুর চাপ কমছে। অর্থাৎ, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে। ফলে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা।
    • ব্যারোমিটারের পারদস্তম্ভের উচ্চতা হঠাৎ নেমে গেলে বুঝতে হবে যে, নিম্নচাপের সৃষ্টি হয়েছে। ফলে উচ্চচাপের অঞ্চল থেকে বায়ু প্রবল বেগে নিম্নচাপের অঞ্চলের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ, ঝড় ওঠার সম্ভাবনা।
    • ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ বেড়ে গেলে বুঝতে হবে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কমেছে। ফলে প্রবল বেগে শুষ্ক বায়ু প্রবাহের সম্ভাবনা।
  3. উচ্চতা নির্ণয়: সমুদ্র সমতল থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুর চাপ কমতে থাকে। ফলে ব্যারোমিটারের সাহায্যে পাহাড়-পর্বতের উচ্চতা নির্ণয় করা যায়। কোনো বিমান চালক ব্যারোমিটারের সাহায্যে বিমানটি কত উঁচু দিয়ে চলছে তা বুঝতে পারেন। বিমানে নিস্তরল অ্যানারয়েড ব্যারোমিটার ব্যবহার করা হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।