আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। অক্ষরেখার বৈশিষ্ট্য এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
অক্ষরেখার বৈশিষ্ট্য লেখো ?
- প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, এইজন্য একই অক্ষরেখায় অবস্থিত যে-কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান হয়।
- অক্ষরেখাগুলি পরস্পরের সমান্তরাল হওয়ায় যেকোনো দুটো অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়ে থাকে।
- নিরক্ষরেখা নিজেও একটি অক্ষরেখা, পৃথিবীর ঠিক মধ্যস্থল বেষ্টন করে আছে বলে নিরক্ষরেখার পরিধি সর্ববৃহৎ।
- অক্ষরেখাগুলির পরিধি, নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোটো হতে অবশেষে দুটো বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলির পরিধি সর্বত্র সমান নয়।
- অক্ষরেখাগুলো প্রত্যেকটি দ্রাঘিমারেখাকে সমকোণে ছেদ করেছে।
- অক্ষরেখাগুলো একে অপরের উত্তরে বা দক্ষিণে অবস্থিত।
- একই অক্ষরেখার ওপর অবস্থিত স্থানগুলো একে অপরের পূর্বে বা পশ্চিমে অবস্থিত।
- একই অক্ষরেখার ওপর অবস্থিত বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে সূর্যোদয় বা সূর্যাস্ত হল।
- একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে জলবায়ুর অবস্থা প্রায় একই রকম থাকে।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।