অক্ষরেখা কী ?

0
অক্ষরেখা কী ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। অক্ষরেখা কী এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

অক্ষরেখা কী ?

নিরক্ষরেখার উভয়দিকে ভূপৃষ্ঠকে পূর্ব-পশ্চিমে বেষ্টন করে থাকা সমঅক্ষাংশযুক্ত কাল্পনিক পূর্ণবৃত্তাকার রেখাগুলিকে অক্ষরেখা বলা হয়। 

নিরক্ষরেখার সমান্তরালভাবে নিরক্ষরেখার উভয় দিকে 1° অন্তর অন্তর ৪৭টি পরস্পর সমান্তরাল পূর্ণবৃত্তাকার রেখা কল্পনা করা হলেও অক্ষরেখাগুলিকে কেবলমাত্র 1° অন্তর অন্তরই নয়, প্রয়োজন হলে 1 মিনিট (1 ডিগ্রি = 60 মিনিট), এমনকি এক সেকেন্ড (1 মিনিট = 60 সেকেন্ড) অন্তর অন্তর এবং তার চেয়ে কম ব্যবধানে অসংখ্য অক্ষরেখা কল্পনা করা যায়; 

  • অক্ষরেখাগুলো পরস্পর সমান্তরালভাবে বিস্তৃত; 
  • অক্ষরেখা দ্বারা কোনো স্থান নিরক্ষরেখার কতটা উত্তরে বা দক্ষিণে অবস্থিত তা জানা যায়; 
  • সমাক্ষরেখা দ্বারা পৃথিবীর তাপমণ্ডল নির্ণয় করা হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।