আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। সুনামির ক্ষয়ক্ষতির প্রতিরোধ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
সুনামির ক্ষয়ক্ষতির প্রতিরোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা যায় লেখো ?
পদক্ষেপ বা প্রতিকার সমূহ:
এমনিতে সুনামি প্রতিরোধ করা মানুষের পক্ষে সম্ভব নয়। তবে কিছু ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকটাই কমানো যায়। এই ব্যবস্থা গুলি হল
সুনামির আগে ব্যবস্থা গ্রহণ:
- আধুনিক উপগ্রহ ব্যবস্থার মাধ্যমে সুনামির আগাম বার্তা উপকূলবর্তী মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যেতে পারে।
- সৈকত এবং উপকূল অঞ্চল থেকে মানুষদের অন্যত্র উঁচু স্থানে আগেভাগে সরিয়ে নিয়ে যাওয়া আবশ্যক।
- আগাম সতর্কতা হিসাবে, সমুদ্রে মাছ ধরা বা অন্য কাজে যাওয়া বন্ধ রাখতে হবে।
- নদীর মোহনার নিকট থেকে দূরে থাকা প্রয়োজন।
সুনামী চলাকালীন পদক্ষেপ:
- সুনামী চলাকালীন কোনো উদ্ধার কার্য বা অন্য কোনো কার্য করা উচিত নয়। সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করা প্রয়োজন।
সুনামী পরবর্তী ব্যবস্থা:
- দ্রুত উদ্ধার কার্য চালানো প্রয়োজন ৷
- আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে হবে।
- মৃত জীবদেহ সরিয়ে ফেলা প্রয়োজন ।
- এলাকায় শীঘ্র পর্যাপ্ত ওষুধ, পানীয় জল, খাবার, বস্ত্র, শিশুদের খাবার প্রভৃতি পাঠাতে হবে।
- পীড়িত অঞ্চল দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।