সৌরজগতের পৃথিবীর স্বকীয় অবস্থানের গুরুত্ব উল্লেখ করো ?

0
সৌরজগতের পৃথিবীর স্বকীয় অবস্থানের গুরুত্ব উল্লেখ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। সৌরজগতের পৃথিবীর স্বকীয় অবস্থানের গুরুত্ব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

সৌরজগতের পৃথিবীর স্বকীয় অবস্থানের গুরুত্ব উল্লেখ করো ?

সৌরজগতের পৃথিবীর স্বকীয় অবস্থানের গুরুত্ব :

সূর্য থেকে গড়ে প্রায় ১৪৯.৬ মিলিয়ন বা ১৪.৯৬ কোটি কিলোমিটার দূরে তৃতীয় গ্রহ রূপে সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ পৃথিবী অবস্থান করছে। পৃথিবীর অবস্থান, গঠন, উত্তাপ, আবহাওয়া প্রভৃতির অনুকূল পরিবেশ জনিত কারণে একমাত্র এই গ্রহেই জীবের জীবনধরনের উপযোগীয় পরিবেশে সৃষ্টি হয়েছে বলে পৃথিবী সত্যি অতুলনীয়। এর জন্য দায়ী সৌরজগতে পৃথিবীর এই অবস্থান। সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবীর এই অবস্থান গত দূরত্ব যদি সামান্য কম বা বেশি হতো, প্রানের বা জীবনের অস্তিত্বের সংকট দেখা দিত। লক্ষ্য করার বিষয়, পৃথিবীর আগের গ্রহ শুক্র এবং পরের গ্রহ মঙ্গলে জীবনের কোন অস্তিত্বই নেই। এর থেকেই বোঝা যায়, জীবের সৃষ্টি, বৃদ্ধি, বংশবিস্তার ও লালন পালনের ক্ষেত্রটির অবস্থান সৌরজগতের অতি সামান্য জায়গার মধ্যে সীমাবদ্ধ – শুক্রের কক্ষপথের শেষ থেকে মঙ্গলের কক্ষপথের শুরুর মাধ্যম। সৌরজগতের গ্রহগুলির মধ্যে কেবলমাত্র পৃথিবী গ্রহেরই পৃষ্ঠদেশের অধিকাংশ জলে পরিপূর্ণ। পৃথিবীতে জল ভাগের চেয়ে স্থলভাগের পরিমাণ কম। চারটি অন্তভাগের গ্রহের মধ্যে পৃথিবী সবচেয়ে বড় হলেও শুক্র গ্রহের চেয়ে একমাত্র পৃথিবীর বায়ুমন্ডলে রয়েছে প্রয়োজনীয় অক্সিজেন ও নাইট্রোজেন এবং অন্যান্য কিছু গ্যাস, ধূলিকণা ও জলীয় বাষ্প। সূর্য থেকে পৃথিবীর এই অবস্থানজনিত কারণে পৃথিবীতে পরিমিত গড় উত্তাপ ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস তৈরি হয়েছে যা পৃথিবীকে উদ্ভিদ প্রাণীর বসবাসের উপযোগী করে তুলেছে। 

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।