সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা ?

0
সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা উল্লেখ করো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা উল্লেখ করো ?

সৌরজগতের অন্যান্য গ্রহের সঙ্গে পৃথিবীর আকৃতির তুলনা:- সূর্যকে বাদ দিলে সৌরজগতের মূল হলো গ্রহগুলি। গ্রহ আছে আটটি, সূর্য থেকে দূরত্ব অনুসারে এদের নাম বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন। এছাড়া রয়েছে তিনটি বামন গ্রহ, এরা হল প্লুটো, জেনা ও সেরেস। 

পৃথিবীর সঙ্গে অন্যান্য গ্রহের আকৃতির তুলনা:

বুধ ও পৃথিবী:

অতি ক্ষুদ্র গ্রহ বুধ, ব্যাস পাঁচ হাজার কিমি মাত্র। পৃথিবীর আয়তনের তুলনায় ২০ ভাগের এক ভাগ। অর্থাৎ পৃথিবী থেকে ২০টি বুধগ্রহ তৈরি করা যায় বা ২০টি বুধগ্রহ একসঙ্গে করলে পৃথিবীর সমান হবে।

শুক্র ও পৃথিবী:

শুক্র ও পৃথিবী প্রায় সম আয়তনের, তবে পৃথিবীর চেয়ে সামান্য ছোটো। শুক্রগ্রহে বায়ুমন্ডল আছে।

মঙ্গল ও পৃথিবী:

মঙ্গল ছোটো একটি গ্রহ, ব্যাস মাত্র ৬,৪০০ কিমি, চাঁদের দু’গুণ। এর আয়তন পৃথিবীর এক পঞ্চমাংশের সামান্য বেশি।

বৃহস্পতি ও পৃথিবী:

বৃহস্পতির সৌরজগতের বৃহত্তম গ্রহ। বৃহস্পতি কত বড় তার কয়েকটি তথ্য নিম্নে আলোচনা করা হলো।

  • বৃহস্পতি ব্যাস পৃথিবীর ব্যাসের চেয়ে ১১ গুন বড়।
  • দিনে ৫০ কিমি গতিবেগে ৪০০দিনে পৃথিবীকে হেঁটে পরিক্রমণ সম্পন্ন করা যায়। রওনা হলে একই স্থানে মধ্য বয়সে ফিরে আসবে। 
  • পৃথিবীপৃষ্ঠে যে কয়টি মহাদেশ আছে। বৃহস্পতিতে সেরকম মহাদেশের স্থান হবে ৭০০টি।
  • ১,৩০০ পৃথিবীতে একসঙ্গে করলে তবেই বৃহস্পতি গ্রহের সমান আয়তন হবে।

শনি ও পৃথিবী:

শনি বেশ বড়, আয়তনে পৃথিবীর ৭৫০ গুণ বড়। শনিকে চেনা যায় তার চক্রের মাধ্যমে এবং এই চক্র এত বড় যে প্রায় ৪টি পৃথিবীতে এই চক্রের পাশাপাশি রাখা যায়।

ইউরেনাস ও পৃথিবী:

ইউরেনাস সূর্য থেকে পৃথিবীর চেয়ে ১৯ গুন দূরে।

নেপচুন ও পৃথিবী:

নেপচুন পৃথিবীর চেয়ে বেশ বড়।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।