অ্যারিস্টটল পৃথিবীর গোলত্বের প্রমাণ কি হবে দেন ? 

0
অ্যারিস্টটল পৃথিবীর গোলত্বের প্রমাণ কি হবে দেন ? 

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। অ্যারিস্টটল পৃথিবীর গোলত্বের প্রমাণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

অ্যারিস্টটল পৃথিবীর গোলত্বের প্রমাণ কি হবে দেন ? 

অ্যারিস্টটল – এর পৃথিবীর গোলত্বের প্রমাণ:

পিথাগোরাস সর্বপ্রথম ধারণা করেন যে, পৃথিবী আদৌ চ্যাপ্টা নয়, গোলাকার। কিন্তু তিনি পৃথিবীর গোলত্বের প্রমাণ করতে যেতে পারেননি। অনেক পন্ডিতই পিথাগোরাসের সঙ্গে একমত হলেন এবং অনেকের সচেষ্ট হলেন কিভাবে এটিকে প্রমাণ করা যায় ? অনেক ভাবনা-চিন্তা শুরু হল। এ কাজে অনেকটা সফল হলেন প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টটল। সে কালে মানুষ যেসব জিনিস পর্যবেক্ষণ করেছিলেন সেগুলির মধ্যে চন্দ্রগ্রহণ রহস্য ছিল অমীমাংসিত। চন্দ্রগ্রহণ কিভাবে হয় ? অ্যারিস্টটল একাধিকবার পর্যবেক্ষণের পর এই সিদ্ধান্ত এলেন যে, চাঁদের একপাশে যে গোলাকার কালো ছায়ার সৃষ্টি হয়, তা চন্দ্র গ্রহণ নামে পরিচিত। পৃথিবী যখন চাঁদ আর সূর্যের মাঝখানে আসে তখন পৃথিবী চাঁদের উপরে যে ছায়া ফেলে তাই হল চন্দ্রগ্রহণ। কিন্তু এই ছায়া সব সময় গোলাকার হয় কেন ? অনেক পরীক্ষা-নিরীক্ষা করে অ্যারিস্টটল সিদ্ধান্তে এলেন যে, পৃথিবীর আকার গোলকের মতো বলেই এমন হয়। পৃথিবী যদি সমতল পাত্রের মতো বা পয়সা এর মত হতো তাহলে পৃথিবীর ছায়া চন্দ্রের উপর পড়লে ছায়া আরো বেশি বাঁকানো হতো। পৃথিবী গোলাকার বলে প্রতিটি চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া গোলাকার দেখায়।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।