আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পৃথিবীকে নীল গ্রহ বলা হয় কেন ?
পৃথিবীকে নীল গ্রহ বলার কারণ বা মহাকাশ থেকে পৃথিবীকে সাদা ও নীল দেখার কারণ:
মহাকাশ থেকে পৃথিবীকে গোলকের মতো গোল তো দেখায়ই, চাঁদের মত উজ্জ্বলও দেখায় এবং চাঁদের মত পৃথিবীর বিভিন্ন কলাও দেখা যায়। পৃথিবীকে এমন দেখা যাওয়ার কারণ গুলি হল।
- গোলাকার পৃথিবীতে ঘিরে রয়েছে বায়ুমণ্ডলের আবরণ। বায়ুমন্ডলের মেঘের সূর্যের আলো পড়ে ঝকঝক করে।
- পৃথিবীর বাইরে থেকে বরফের ঢাকা পার্বত্য অঞ্চলগুলি এবং সুমেরু ও কুমেরু প্রদেশ দুটিতে সূর্যের আলো পড়ে ঝকঝকে সাদা দেখায়।
- পৃথিবীর বনভূমি অঞ্চল নীলাভ সবুজ রঙের, কৃষি খেত ও তৃণভূমিকে ফিকে হলুদ রঙের এবং মরুভূমি গুলিকে রক্তাভ হলুদ রঙের দেখায়।
- যেহেতু পৃথিবীর বেশিরভাগ অংশই সমুদ্রের জলে আবৃত, এজন্য পৃথিবীর বাইরে থেকে পৃথিবীর বেশিরভাগ অংশকেই নীল দেখায়। এজন্য পৃথিবীকে নীল গ্রহ বলা হয়।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।