আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পাতের সঞ্চালন কী এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পাত সঞ্চালন বা পাতের সঞ্চালন কী ?
ভূত্বক 7টি বড়ো, 20টি মাঝারি ও অসংখ্য ছোটো ভূগাঠনিক পাতের সমন্বয়ে গঠিত যারা ভূত্বকের নীচে এবং গুরুমণ্ডলের ওপর দিকে অবস্থিত একটা থকথকে অর্ধতরল স্তর বা অ্যাসথেনোস্ফিয়ার-এর ওপর ভেসে থাকে। ভয়ংকর উষ্ণতার ফলে ভূগর্ভের অ্যাসথোনোস্ফিয়ার স্তরে যে পরিচলন স্রোতের সৃষ্টি হয় তার ফলে ভূত্বকের পাতগুলো গতিশক্তি লাভ করে এবং অতি ধীর গতিতে চলতে থাকে। পাত চলাচলের এই ঘটনাকে পাত সঞ্চালন বলে।
পাতসঞ্চালনের ফলে ভাসতে ভাসতে ভূগাঠনিক পাতগুলো কখনো পরস্পরের দিকে এগিয়ে এসে নিজেদের সঙ্গে ধাক্কা খায়, আবার কখনও দূরে সরে যায়, তখন ভূআলোড়নের সৃষ্টি হয়। এর ফলে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি প্রভৃতি সবরকম ভূমিরূপ গঠিত হয়।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।