মহাবৃত্তের সংক্ষিপ্ত পরিচয় ?

0
মহাবৃত্তের সংক্ষিপ্ত পরিচয় দাও  ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মহাবৃত্তের সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মহাবৃত্তের সংক্ষিপ্ত পরিচয় দাও  ?

মহাবৃত্তের ধারণা (Concept of Great Circle):

সংজ্ঞা:

পৃথিবীপৃষ্ঠে অঙ্কিত, কাল্পনিক পূর্ণবৃত্তগুলির মধ্যে সবচেয়ে বড় বা বৃহত্তম পূর্ণবৃত্তটিকে মহাবৃত্ত বা সর্ববৃহৎ বৃত্ত বা Great Circle বলা হয়।

প্রকার:

ভূপৃষ্ঠে দুটি মহাবৃত্ত রয়েছে নিরক্ষীয় মহাবৃত্ত ও 180° সহ মূল মধ্যরেখার মহাবৃত্ত। নিরক্ষীয় মহাবৃত্ত প্রত্যেকটি সমাক্ষরেখাই এক-একটি পূর্ণবৃত্ত। কেবলমাত্র নিরক্ষরেখা ছাড়া সব অক্ষরেখা বা সমাক্ষরেখাই ক্ষুদ্রবৃত্ত। একমাত্র নিরক্ষরেখা বা বিষুব রেখা হল সবচেয়ে বড় পূর্ণবৃত্ত। আমাদের পৃথিবীতে এর চেয়ে বড়ো বৃত্ত রচনা করা যায় না। এছাড়া সমাক্ষরেখাগুলির মধ্যে একমাত্র নিরক্ষরেখার কেন্দ্র পৃথিবীর কেন্দ্রে অবস্থিত। এজন্য নিরক্ষবৃত্তের কেন্দ্রই হল পৃথিবীর ভর কেন্দ্র। অন্যান্য সমাক্ষরেখাগুলির কেন্দ্র পৃথিবীর মেরুরেখার ওপর অবস্থিত এবং সেগুলি পৃথিবীর ভরকেন্দ্র নয়। এসব কারণে নিরক্ষবৃত্তকে মহাবৃত্ত বলা হয়। এর পরিধিগত দৈর্ঘ্য 40,076 কিমি।

মূল মধ্যরেখা ও 180° দ্রাঘিমারেখা সৃষ্ট মহাবৃত্ত:

প্রকৃতপক্ষে মূল মধ্যরেখা হল অর্ধবৃত্ত। কিন্তু মূল মধ্যরেখা বা ০° দ্রাঘিমারেখার একেবারে ঠিক বিপরীত পাশ দিয়ে যে 180° দ্রাঘিমারেখাটি বিস্তৃত সেই অর্ধবৃত্ত এবং মূল মধ্যরেখা বা দ্রাঘিমার অর্ধবৃত্ত মিলিত রূপে যে পূর্ণবৃত্ত তৈরি হয়েছে তা পৃথিবীকে পূর্ব ও পশ্চিমে দুটি সমান কাল্পনিক অর্ধগোলকে অর্থাৎ পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে যা অন্য পরস্পরের বিপরীত পাশের দ্রাঘিমারেখাগুলি মিলিত ভাবে পূর্ণবৃত্ত হয়েও পৃথিবীকে দুটি গোলার্ধে বিভক্ত করতে পারেনি। এজন্য মূল মধ্যরেখাকেও মহাবৃত্ত হিসাবে কল্পনা করা যায়। যদিও মূল মধ্যরেখা ও 180° দ্রাঘিমারেখা মিলিত পূর্ণবৃত্ত নিরক্ষীয় মহাবৃত্ত অপেক্ষা কিছুটা ছোটো তবুও মূল মধ্যরেখাকে মহাবৃত্ত হিসাবে কল্পনা করা যেতে পারে। কারণ এর কেSS দিন কত (প্রতিটি দ্রাঘিমার কেন্দ্রই পৃথিবীর কেন্দ্র)। মূল মধ্যরেখা ও 180° দ্রাঘিমারেখা মিলিত মহাবৃত্তকে মেরু পরিধিও বলা যায় । এর দৈর্ঘ্য 40,009 কিমি।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।