পৃথিবীর মানুষের আবাসস্থল হিসেবে গড়ে ওঠার কারণ ?

0
পৃথিবী মানুষের আবাসস্থল হিসেবে গড়ে ওঠার কারণ গুলি লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পৃথিবী মানুষের আবাসস্থল হিসেবে গড়ে ওঠার কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পৃথিবী মানুষের আবাসস্থল হিসেবে গড়ে ওঠার কারণ গুলি লেখো ?

পৃথিবীর মানুষের বাসযোগ্য বা আবাসস্থল হিসেবে গড়ে ওঠার কারণ :

পৃথিবী ছাড়া সৌরজগতে আর কোন গ্রহ নেই যেখানে মানুষ বসবাস করতে সক্ষম। জীবনের তিনটি অপরিহার্য জিনিস হল জল, অক্সিজেন ও পরিমিত উত্তাপ। পৃথিবী সূর্য থেকে এমন এক নির্দিষ্ট পরিমিত দূরত্বে অবস্থান করছে যেখানে থাকার ফলে কেবলমাত্র পৃথিবী নামক গ্রহেই মানুষের তথা জীবের বেঁচে থাকার সর্বপ্রকার অনুকূল পরিবেশের সৃষ্টি হয়েছে। সৌরজগতের আর কোন গ্রহ নেই যেখানে প্রাণের স্পন্দনের অস্তিত্ব পাওয়া গেছে। সমগ্র সৌরজগতের মধ্যে একমাত্র পৃথিবী মানুষের বাসযোগ্য হওয়ার কারণ

পৃথিবীর অবস্থান:

পৃথিবী সূর্য থেকে এমন এক নিরাপদ দূরত্বে অবস্থান করছে যার ফলে পৃথিবীর গড় উষ্ণতা ০৮ – ২০ ডিগ্রি সেলসিয়াস ফাঁকে যা মানুষ তথা সর্বপ্রকার জীবের বেঁচে থাকার পক্ষে অনুকূল।

পৃথিবীর গতি:

সূর্য থেকে গড়ে প্রায় ১৫ কোটি কিমি দূরে থেকে আবর্তন ও সূর্যের চারিদিকে পরিক্রমণ করায় পৃথিবীতে দিনরাত এবং ঋতু পরিবর্তন ঘটছে। ফলে মানুষের কাজকর্ম, বিভিন্ন প্রকার ফসল চাষের উপযোগী হয়ে উঠেছে।

পৃথিবীর ভর এবং অভিকর্ষ বল:

পৃথিবীর ভর এবং অভিকর্ষ বল এমন একটি সুন্দর সামঞ্জস্য তৈরি করেছে যে মানুষের তথা জীবের বেঁচে থাকার উপযোগী হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন প্রভৃতি গ্যাস গুলি ঠিক ঠিক মাত্রায় বায়ুমণ্ডলের মধ্যে বজায় থাকে।

জলের আরেক নাম জীবন:

জল ধারণের অন্যতম শর্ত হলো জল। পৃথিবীতে জলের যোগান যাতে অক্ষন্ন থাকে তার জন্য রয়েছে বারিচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। পৃথিবীর বাইরে আর কোন গ্রহে বারিচক্র হয় না। 

অপরিহার্য অক্সিজেনের যোগান:

একমাত্র পৃথিবীর বারিমন্ডল ও বায়ুমণ্ডল জীবজগতের উদ্ভব ও বিকাশের অনুকূল। স্মৃতির কারণে এখানে মানুষ তথা সকল জীব শ্বাস-প্রশ্বাস নিতে পারে। এছাড়া বিপাক, জারণ, বিজারণ প্রভৃতি কাজের জন্য প্রয়োজনীয় অক্সিজেনের জোগানোও কেবলমাত্র পৃথিবীর বায়ুমণ্ডল থেকেই পাওয়া যায়। 

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।