ক্ষয়ীভবন কী ?

0
ক্ষয়ীভবন কী ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ক্ষয়ীভবন কী এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ক্ষয়ীভবন কী ?

ক্ষয়ীভবন:

সংজ্ঞা:

গতিশীল প্রাকৃতিক শক্তি যথা – নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্রতরঙ্গ প্রভৃতির দ্বারা যে সব প্রক্রিয়ায় আবহবিকারের ফলে উৎপন্ন শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়, সেইসব অপসারণকারী প্রক্রিয়াসমূহকে ক্ষয়ীভবন বলে।

বৈশিষ্ট্য:

  1. এটি একটি গতিশীল প্রক্রিয়া।
  2. এই প্রক্রিয়ায় চূর্ণ-বিচূর্ণ উপাদানসমূহের স্থানচ্যুতি ঘটে।
  3. এই প্রক্রিয়ায় ভূমিরূপের উচ্চতা ক্রমশ হ্রাস পায় বলে এই প্রক্রিয়াকে অবরোহন প্রক্রিয়া বলে।
  4. এই প্রক্রিয়ায় ভূমিরূপের দ্রুত পরিবর্তন ঘটে।
  5. আঘাত, ঘর্ষণ, অবঘর্ষণ, বহন ও সঞ্চয়ের মাধ্যমে শিলা ক্ষয় হলে নতুন ভূমির সৃষ্টি হয়।
  6. ক্ষয়ীভবণের ফলে মূল শিলাস্তরের অভ্যন্তর ভাগ উন্মুক্ত হয়ে পড়ে।

প্রকার ভেদ:

নদীক্ষয়, হিমবাহ ক্ষয়, বায়ুপ্রবাহ ক্ষয়, সমুদ্রতরঙ্গ ক্ষয় প্রভৃতি শ্রেণিতে আবহবিকারকে ভাগ করা যায়।

 উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।