ক্ষয়জাত সমভূমির পরিচয় দাও ?

0
ক্ষয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ক্ষয়জাত সমভূমি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ক্ষয়জাত সমভূমির সংক্ষিপ্ত পরিচয় দাও ?

ক্ষয়জাত সমভূমি:

সংজ্ঞা:

ভূপৃষ্ঠের ক্ষয়কার্যের ফলে যে সব সমভূমির সৃষ্টি হয়, তাদের ক্ষয়জাত সমভূমি বলে।

প্রকারভেদ:

ক্ষয়জাত সমভূমিকে চার ভাগে ভাগ করা যায় – সমপ্রায় ভূমি, তরঙ্গ কর্তিত সমভূমি,  পেডিমেন্ট, হিমবাহ-কর্তিত সমভূমি।

সমপ্ৰায় ভূমি:

সংজ্ঞা:

ভূভাগ দীর্ঘকাল ধরে ক্ষরের ফলে মৃদু ঢালু ও ঈষৎ ঢেউ খেলানো সমতল ভূমিতে পরিণত হলে, তাকে সমপ্রায় ভূমি বলে। উইলিয়াম মরিস ডেভিস (W.M.Davis) -এর মতে, ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সমগ্র ভূভাগ ক্ষয় হয়ে মৃদু ঢালু সমতল ভূমিতে পরিণত হয়। এই ধরনের সমতলভূমির তিনি ‘পেনিপ্লেন’ বা ‘Peneplain’ নাম দেন। ল্যাটিন ‘Pene’ কথার অর্থ ‘কায়’ বা ‘almost’ ও ইংরাজি ‘plain’ (প্লেন) কথার অর্থ সমভূমি’। উচ্চমালভূমি বা পার্বত্য অঞ্চল কোটি কোটি বছর ধরে প্রধানত নদীর ক্ষয়কার্যের ফলে ক্ষয়প্রাপ্ত হতে হতে প্রায় সমতল ঢেউ খেলানো অঞ্চলে পরিণত হয়। এই ধরনের ক্ষয়প্রাপ্ত তরঙ্গায়িত ভূমিভাগকে তরঙ্গায়িত সমভূমি বা সমপ্রায়ভূমি বা পেনিপ্লেন বলে। 

বৈশিষ্ট্য:

  1. সমপ্ৰায় সমভূমিতে মাঝে মাঝে ও দূরে দূরে এক আধটা অপেক্ষাকৃত কঠিন শিলায় গঠিত ক্ষয়জাত অবশিষ্ট নীচু পাহাড় ও গোল ঢিবির মত অনুচ্চ উঁচু ভূমি দেখা যায়। এই ধরনের পাহাড়কে মোনাডনক এবং গোল ঢিবিকে নোল বলে।
  2. সমপ্রায় সমভূমির উপরিভাগ মৃদু ঢেউ খেলানো বা তরঙ্গায়িত প্রকৃতির হয়।
  3. আর্দ্র জলবায়ু অঞ্চলে ক্ষয়ীভবন প্রক্রিয়ায় এই ধরনের সমপ্রায় ভূমি উৎপন্ন হয়।

তরঙ্গ- কর্তিত সমভূমি [Wave- Cut Plain]:

পৃথিবীর বিভিন্ন অঞ্চলে সমুদ্র উপকূল বরাবর উঁচুনীচু ভূমিভাগ দেখা যায়। এইসব বন্ধুর ভূমি সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষমাপ্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়। একে তরঙ্গ-কর্তিত সমভূমি বলে। ইউরোপের উত্তর-পশ্চিমে নরওয়ের উপকূলে এইধরনের তরঙ্গ-কর্তিত সমভূমি দেখা যায়।

পেডিমেন্ট [Pediment]:

মরু অঞ্চলে বায়ুপ্রবাহের দ্বারা স্থানে স্থানে বালুকারাশি অপসারিত হয়ে সমভূমির সৃষ্টি হয়। এইপ্রকার সমভূমিকে সাহারায় (আফ্রিকা) হামাদা (Hamada), লিবিয়ায় (আফ্রিকা) সেরির (Serir) এবং আলজিরিয়ায় রোগ (Reg) বলে। আবার অর্থ মরু অঞ্চলে বায়ুপ্রবাহের দ্বারা পর্বতের পাদদেশ ক্ষণপ্রাপ্ত হয়ে এক ধরনের প্রায় সমতল শিলাময় ভূমিতে পরিণত হয়, একে পেডিমেন্ট বলে। পেডিমেন্টের নীচে বাজাদার সৃষ্টি হয়। সাহারা মরুভূমির উত্তর-পশ্চিমে অবস্থিত আটলাস পর্বতের পাদদেশে এ ধরনের পেডিমেন্ট লক্ষ করা যায়।

হিমবাহ কর্তিত সমভূমি (Glacial – Cut Plain):

অসমতল ভূপৃষ্ঠ হিমবাহের ঘর্ষণে মসৃণ ও ক্ষমাপ্রাপ্ত হয়ে সমভূমিতে পরিণত হয়। উচ্চ অক্ষাংশে এবং উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষনকার্যের ফলে যে প্রকার সমভূমির সৃষ্টি হয়, তাকে হিমবাহ কর্তিত সমভূমি বলে। কানাডার ইউনিপেগ হ্রদের তীরবর্তী অঞ্চলে এবং হাডসন উপসাগরের উপকূলে এই ধরনের সমভূমি দেখা যায়।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।