যান্ত্রিক আবহবিকারের শল্কমোচন প্রক্রিয়া ?

0
যান্ত্রিক আবহবিকারের শল্কমোচন প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। যান্ত্রিক আবহবিকারের শল্কমোচন প্রক্রিয়া এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

যান্ত্রিক আবহবিকারের শল্কমোচন প্রক্রিয়ার সংক্ষিপ্ত পরিচয় দাও ?

শঙ্কমোচন:

সংজ্ঞা:

অনেক সময় সমপ্রকৃতির (একই প্রকার খনিজের সমন্বয়ে গঠিত) শিলার ওপরের স্তর, ভেতরের স্তরের চেয়ে অনেক বেশি উত্তপ্ত ও প্রসারিত হয়। ক্রমাগত উত্তপ্ত ও প্রসারণের ফলে শিলার ওপরের স্তর, ভেতরের শিলাস্তর থেকে বিচ্ছিন্ন হয়ে পেঁয়াজের খোসার মতো খুলে খুলে আসলে তাকে শল্কমোচন বলে। একে বক্ষল মোচন ও বলা হয় ।

পদ্ধতি:

‘শব্দ’ শব্দের অর্থ ‘শকল’, ‘মাছের আঁশ’, ‘বক্কল’। তেমনি ‘Exfoliation’ শব্দের অর্থ ‘Peeling Away’ যার বাংলা অর্থ ‘ফোস্কার মতো ছাল উঠে আসা’। মূল শিলাস্তর থেকে‘পেঁয়াজের খোসা’ উঠে আসার সঙ্গে তুলনা করে একে ‘Onion Weathering’ ও বলা হয়। [Onion = পেঁয়াজ, Weathering = আবহবিকার]। শিলা তাপে সুপরিবাহী নয় অর্থাৎ মরু অঞ্চলে সূর্যতাপে শিলার উপরিভাগ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, যত দ্রুত ও যতটা উম্ন হয় বাশীতল হয়, শিলার ভেতরের অংশ তত দ্রুত ও ততটা উয় হয় না। ফলে শিলার বাইরের অংশ ও ভেতরের অংশের মধ্যে উয়তার তারতম্য রয়ে যায়। ক্রমাগত উন্নতার হ্রাসবৃদ্ধিতে শিলার পৃষ্ঠদেশ থেকে অভ্যন্তরভাগের দিকে একটি তাপীয় ঢালের সৃষ্টি হয়। ফলে সমকেন্দ্রিক স্তরবিশিষ্ট সমসত্ত্ব শিলার উপরের স্তরটি অভ্যন্তরের স্তরগুলির তুলনায় দিনের বেলায় অধিক প্রসারিত ও রাত্রে অধিক সংকুচিত হয়। দীর্ঘদিন ধরে এইভাবে বারবার সংকোচন ও প্রসারণের ফলে শিলার ওপরের স্তরগুলি পেঁয়াজের খোসার মতো মূলদেহ থেকে খসে খসে পড়তে থাকে। এই প্রক্রিয়া শল্কমোচন নামে পরিচিত। শঙ্কমোচনের ফলে গোলাকার বা উপগোলাকার শিলাস্তূপের সৃষ্টি হলে তাকে গোলাকার বা উপগোলাকার আবহবিকার বলে।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।