আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি উল্লেখ করো ?
যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াসমূহ:
যান্ত্রিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি হল
- উষ্ণতার তারতম্য: প্রস্তর চাঁই বিচ্ছিন্নকরণ, শল্কমোচন, ক্ষুদ্রকণা বিশরণ।
- কেলাসন প্রক্রিয়া: তুষার খন্ডীকরণ, হিমায়িত স্ফীতি, তুষারকীলক গঠন।
- জৈবিক প্রক্রিয়া: উদ্ভিদ সৃষ্ট জৈবিক আবহবিকার, প্রাণী সৃষ্ট জৈবিক আবহবিকার।
- আর্দ্রতা প্রভেদ: বুদবুদ আবহবিকার, শিলাপাত, হড়কা বান জনিত আবহবিকার।
- শিলাস্তরের উপরিস্থ চাপের মোচন: অসম চাপজনিত পীড়ন ও টানজনিত আবহবিকার।
- অন্যান্য প্রক্রিয়া: কলয়েড উৎপাটন, কলিকরণ, লবণের কেলাস গঠন, মানুষের কার্যাবলি প্রভৃতি।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।