ভারতের লৌহ ইস্পাত শিল্পের সমস্যা আলােচনা কর।
লৌহ ইস্পাত শিল্পের সমস্যাঃ ভারতের লৌহ ইস্পাত শিল্পের প্রধান সমস্যা গুলি হল –১. উৎকৃষ্ট মানের কোকিং কয়লার অভাবঃ ভারতে উন্নত মানের কোকিং কয়লার যথেষ্ট অভাব রয়েছে । বর্তমানে ভারতে উত্তোলিত কোকিং কয়লার ছাইয়ের পরিমাণ প্রায় ২৫ শতাংশ । তাই শিল্পজাত পণ্যের গুণগত মান এবং উৎপাদনের পরিমাণ হ্রাস পায় । এর ফলে ভারতকে প্রতি বছর উচ্চ …