শিল্পের রুগ্ণতা কি?

0
শিল্পের রুগ্ণতা কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। তাই প্রশ্নটি তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ শিল্পের রুগ্ণতা  এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

শিল্পের রুগ্ণতা কি?

শিল্পের রুগ্ণতা কথাটি সাধারণত একটি নির্দিষ্ট শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহৃত হয় । রুগ্ণ শিল্প সংস্থার সংজ্ঞা অনেকেই অনেকভাবে দিয়েছেন । স্টেট ব্যাঙ্কের একটি কমিটি রুগ্ণ শিল্প সংস্থাকে এরকম একটি সংস্থা হিসাবে বর্ণনা করেছে , যা ধারাবাহিকভাবে টিকে থাকার জন্য অভ্যন্তরীণ উদ্বৃত্ত তৈরি করতে ব্যর্থ হয় এবং বাইরের উৎস থেকে তহবিল সংগ্রহের উপর নির্ভর করে । এছাড়া , একটি আইনে রুগ্ণ শিল্প সংস্থাকে সংজ্ঞা দিয়েছে এমন একটি সংস্থা হিসাবে যার পুঞ্জীভূত ক্ষতি ব্যবসার নীট মূল্যের সমান অথবা তার বেশি এবং যে সংস্থায় ধারাবাহিকভাবে নগদ ক্ষতি হচ্ছে । যেভাবেই রুগ্ণ শিল্প সংস্থাকে বর্ণনা করা হােক না কেন , এরকম শিল্প সংস্থার বৈশিষ্ট্য হল এরা আর্থিক অভাবে জর্জরিত , যার জন্যে এরা দৈনন্দিন খরচ মেটাতে পারে না এবং এদের কাছে কারবার চালানাে দুষ্কর হয়ে পড়ে ।

কারণঃ

অনেক কারণে শিল্পের রুগ্‌ণতা দেখা দেয় , যেমন

  1. শিল্পজাত দ্রব্যের উৎপাদন ব্যায় ক্রমান্বয়ে বৃদ্ধি পেলে শিল্পজাত দ্রব্যের চাহিদা হ্রাস পাবে ফলে এরূপ অবস্থা সৃষ্টি হতে পারে ।
  2. অঞ্চলটিতে শিল্পোৎপাদনের অনুকূল পরিস্থিতির অভাব যেমন কাঁচামালের হ্রাসপ্রাপ্তি বা নিঃশেষকরণ অথবা পরিবহন ব্যবস্থার অবনমন প্রভৃতি বিষয়ও শিল্পের রুগ্নতার জন্য দায়ী ।
  3. রাজনৈতিক অস্থির অবস্থার কারণেও শিল্পের প্রতিকূল পরিস্থিতি সৃষ্টি হতে পারে ।
  4. শ্রমিক অসন্তোষ , লকআউট প্রভৃতি অবস্থাও কোনাে শিল্পকে রুগ্ন অবস্থার দিকে ঠেলে দিতে পারে ।
  5. সরকারি পরিকল্পনায় শিল্পের জন্য সুযােগ – সুবিধার হ্রাস প্রাপ্তি অথবা শিল্পের প্রতি গুরুত্ব হ্রাস পেলেও বিশেষত ক্ষুদ্র শিল্পগুলির রুগ্ন অবস্থা দেখা যাবে ।
  6. শিল্পের সঙ্গে অসম প্রতিযােগিতা দেখা গেলেও তুলনামূলকভাবে দূর্বল শিল্পটির ক্রমান্বয়ে মৃতপ্রায় অবস্থা দেখা যাবে ।
  7. শিল্পকেন্দ্রের সন্নিহিত অঞ্চল এবং সেই দেশের মানুষের ক্রম ক্ষমতার হ্রাসপ্রাপ্তি বা অভাব উক্ত শিল্পের রুগ্নতাকে ত্বরান্বিত করবে ।
  8. যে কোনাে ধরনের প্রাকৃতিক বিপর্যয় যেমন খরা , বন্যা , ভূমিকম্প প্রভৃতির মতাে প্রাকৃতিক অবস্থাও শিল্পের রুগ্নতার জন্য দায়ী বিষয় বলা যেতে পারে ।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য অথবা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ(PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।