আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই পরীক্ষায় ভালো নম্বর অর্জন করতে পারবে। প্রাকৃতিক দুর্যোগ হিসাবে তুষারঝড় বা ব্লিজার্ড এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয় হিসাবে তুষারঝড় বা ব্লিজার্ড-এর সংক্ষিপ্ত পরিচয় দাও ?
সংজ্ঞা:
শীতকালে প্রধানত তুন্দ্ৰা অঞ্চলে যে তীব্র শীতের শৈতপ্রবাহের সঙ্গে তুষারপাত হতে থাকে তাকে সাধারণ ভাবে তুষারঝড় বলা হয়। তুষার ঝড় হল তুন্দ্রা এবং মেরু অঞ্চলে সবচেয়ে ক্ষতিকারক দুর্যোগ, যা অনেকক্ষেত্রে বিপর্যয় ডেকে আনে।
কীভাবে হয় ?:
শীতকালে যখন উষ্ণতা -30°C নীচে নেমে যায় তখন প্রচণ্ড শৈত্য চলতে থাকে। এই সময় প্রবল বায়ু প্রবাহের সঙ্গে তীব্র তুষারপাত ও ঝড় একসাথে চলতে থাকে।
তুষার ঝড়ের সময় করণীয় :
গাড়ীতে থাকলে:
- গাড়ীর থেকে বেরোনো উচিত নয়।
- গাড়ি থেকে বেরিয়ে 100 গজের বেশি দূরের কারো সাহায্য চাওয়া উচিত নয় ।
- গাড়িতে অবশ্যই খবরের কাগজ, মানচিত্র রাখতে হবে।
- তুষার ঝড়ে আক্রান্ত এলাকায় থাকলে অবশ্যই নিজের অবস্থান ভালো করে জানা দরকার।
বাড়ির বাইরে থাকলে:
- শুকনো থাকতে হবে।
- শরীরের সব অংশই ঢেকে রাখতে হবে।
- বায়ুপ্রবাহের আড়ালে থাকতে হবে। প্রয়োজনে বরফের গুহায় আশ্রয় নিতে হবে।
- উষ্ণতার জন্য আগুন জ্বালিয়ে রাখতে হবে, আগুনের চারপাশে পাথরের দেওয়ালের বাধা তৈরি করবে যাতে আগুনের প্রতিফলন গায়ে না লাগে ।
- বরফ খাওয়া যাবে না, এতে শরীরের ভেতরের উদ্ভূতা কমিয়ে দেয়। বরফ গলিয়ে পান করা উচিত।
ঘরে থাকলে:
- ঘরে থেকে বেরনো যাবে না।
- ঘরের ভেতরে আগুন জ্বালিয়ে রাখার ব্যবস্থা রাখতে হবে।
- ফায়ার প্লেসের জন্য ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে।
- ডিহাইড্রেশন প্রতিরোধের জন্য প্রয়োজনীয় জল পান করতে হবে।
- গরম জামা কাপড় পরে থাকতে হবে।
অন্যান্য:
- ঘরের দরজা-জানলা বন্ধ রাখতে হবে।
- থাকার জায়গা সংক্ষিপ্ত করতে হবে।
- জানলা-দরজা প্লাসটিকের আবরণ দিয়ে রাখতে হবে।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।