আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। বিপর্যয়ের বৈশিষ্ট্য এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলি লেখো ?
বিপর্যয়ের বৈশিষ্ট্যগুলি:
- উৎপত্তি: বিপর্যয় প্রাকৃতিক কিংবা মনুষ্য সৃষ্ট উভয়ের বা যে কোনো একভাবে বা যৌথভাবে ঘটতে পারে।
- প্রকৃতি: বিপর্যয় প্রাকৃতিক বা মনুষ্য সৃষ্ট কারণের ফল।
- ব্যাপকতা: বিপর্যয় বৃহৎ অঞ্চল জুড়ে সংঘটিত হয়।
- স্বাভাবিক জীবন যাত্রা: বিপর্যয়ের ফলে স্বাভাবিক জীবন যাত্রার গুরুতর ব্যাখ্যাত ঘটে।
- ক্ষতির স্তর: কোনো জনবহুল স্থানে বিপর্যয়ের ফলে বিপজ্জনক অবস্থার সৃষ্টি হয় কিন্তু জনবিরল স্থানে তা “দুর্যোগ” স্তরে থেকে যায়।
- পরিস্থিতি ও প্রক্রিয়া বিশেষ: Hazard বা দুর্যোগ হল পরিস্থিতি ও প্রক্রিয়া বিশেষ এবং ‘Disaster’ বা বিপর্যয় হল ওই সব দুর্যোগের চূড়ান্ত ফলাফল।
- মেরামত: কোনো স্থানে বিপর্যয় কাটিয়ে উঠতে বহু সময় লাগে।
- উদ্বাস্তু: বিপর্যয়ের কবলে পড়ে বহু মানুষ উদ্বাস্তু হয়ে পড়ে।
- ক্ষয়ক্ষতি: বিপর্যয়ে ব্যাপক হারে প্রাকৃতিক, সামাজিক ও অর্থনৈতিক সম্পদ ক্ষতিগ্রস্ত
- জীবনহানি: বিপর্যয়ে জীবনহানি হয় বা জীবনহানির আশঙ্কা বেশি থাকে।
- স্থায়ীত্ব: বিপর্যয় দীর্ঘ সময় বা দীর্ঘকাল স্থায়ী হয়।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।