আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য কী কী ?
ভঙ্গিল পর্বতের বৈশিষ্ট্য:
- ভঙ্গিল পর্বত প্রধানত পাললিক শিলাস্তর দ্বারা গঠিত হয়।
- সাধারণত পাললিক শিলায় গঠিত হলেও অনেক সময় এই জাতীয় পর্বতে আগ্নেয় এবং রূপান্তরিত শিলার সহাবস্থান দেখা যায়।
- সাধারণত ভঙ্গিল পর্বতের উচ্চতা ও বিস্তার খুব বেশি হয়।
- ভঙ্গিল পর্বতে সুউচ্চ শৃঙ্গ ও অসংখ্য গভীর গিরিখাত দেখা যায়।
- প্রবল চাপ ও ভূ-আলোড়নের ফলশ্রুতিতে ভঙ্গিল পর্বতে বিভিন্ন ধরনের ভাঁজ ও চ্যুতি দেখা যায়।
- ভঙ্গিল পর্বতগুলি প্রধানত অগভীর সমুদ্রগর্ভ বা নিম্ন জলাভূমি থেকে সৃষ্টি হয়েছিল বলে এই পর্বতে জীবাশ্ম (Fossil) দেখা যায়।
- ভঙ্গিল পর্বত সাধারণত প্রস্থের তুলনায় দৈর্ঘ্যে অনেক বেশি বিস্তৃত হয় এবং সাধারণত বহু শৃঙ্গবিশিষ্ট ও সূঁচালো হয়।
- ভঙ্গিল পার্বত্য অঞ্চলে বারংবার ভূমিকম্প প্রমাণ করে যে ভূপৃষ্ঠের এই অংশ এখনও সুস্থিত (Stable) অবস্থায় পৌঁছায়নি।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।