সংজ্ঞাঃ সমান্তরাল শিলাস্তরের উপর ভূমিভাগের প্রাথমিক বা প্রারম্ভিক ঢাল অনুসারে প্রবাহিত নদীকে অনুগামী নদী (Consequent Stream) বলে ।
উদা: ভারতের অধিকাংশ নদীই এই শ্রেণীর । পশ্চিমঘাট পর্বতের পশ্চিমবাহিনী নদীগুলি যথা বশিষ্ঠি, পয়স্মিনী প্রভৃতি উল্লেখযোগ্য অনুগামী নদী ।
বৈশিষ্ট্য: অনুগামী নদী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
১. অনুগামী নদী ভূমির প্রাথমিক ঢাল অনুসারে প্রবাহিত হয় ।
২. দীর্ঘদিন ধরে অনুগামী নদী ক্ষয়কার্য চালিয়ে গৌণ ঢালে পরিনত করে ।
৩. পরবর্তীতে এই গৌণ ঢালের উপর পরবর্তী নদী, বিপরা নদী, পূনর্ভবা নদী প্রভৃতি সৃষ্টি হতে থাকে ।
৪. অনেক সময় আগ্নেয়গিরির ঢাল অনুসারেও এই নদীর সৃষ্টি হয় ।
“অনুগামী নদী কি?”-এ 2-টি মন্তব্য
মন্তব্য করা বন্ধ রয়েছে।
Thanks I am very very helpful thanks for help me I want to know many many subject
It’s my pleasure Poulami.