☻বুৎপত্তিগত অর্থঃ ‘Inselberg’ একটি জার্মান শব্দ, যার অর্থ “দ্বীপ শিলা”।

সংজ্ঞাঃ অনেক সময় মরুভূমির জায়গায় জায়গায় কঠিন শিলায় গঠিত অনুচ্চ ক্ষয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায় । যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে এইসব পর্বতগাত্রের ঢাল খুব বেশি, পর্বতগাত্র মসৃণ এবং দেখতে গোলাকার হয় । গোলাকৃতি এইপ্রকার অনুচ্চ টিলাকে ইনসেলবার্জ (Inselberg) বলে ।
উদাঃ কালাহারি মরুভূমিতে অনেক ইনসেলবার্জ দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ ইনসেলবার্জ – এর বৈশিষ্ট্যগুলি হল নিম্নরূপ –
ক) এগুলি সাধারণত বেলেপাথর ও কংগ্লোমারেট শিলায় গঠিত হয় ।
খ) এগুলি বায়ুর মূলতঃ অবঘর্ষ প্রক্রিয়ার ফলে গঠিত হয় ।
Spread the love
1 thought on “ইনসেলবার্জ (Inselberg):”