☻ সংজ্ঞাঃ অবনত অববাহিকা অঞ্চলে বা আগ্নেয়গিরির জ্বালামুখ অঞ্চলগুলি থেকে মধ্যভাগের অবনত স্থানে বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয়ে যে জলনির্গম প্রণালী সৃষ্টি করে, তাকে কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বা কেন্দ্রাভিগ জলনির্গম প্রণালী (Centripetal Drainage Pattern) বলে ।

উদাঃ আফ্রিকার চাঁদ নিম্নভূমিতে, তিব্বত মালভূমির অবনত স্থানে এরূপ কেন্দ্রাভিগ জলনির্গম প্রণালী দেখা যায় ।
বৈশিষ্ট্যঃ কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বা কেন্দ্রাভিগ জলনির্গম প্রণালী – র বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ –
ক) এইপ্রকার জলনির্গম প্রণালী কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর ঠিক বিপরীত জলনির্গম প্রণালী ।
খ) অধিকাংশ ক্ষেত্রেই এই জলনির্গম প্রণালীর মধ্যভাগে হ্রদ সৃষ্টি হয় ।
Spread the love
1 thought on “কেন্দ্রমুখী জলনির্গম প্রণালী বা কেন্দ্রাভিগ জলনির্গম প্রণালী (Centripetal Drainage Pattern):”