‘U’ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী কি?

2
'U' আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী কি?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্যন করতে পারবে। ‘U’ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী কি এই বিষয়টি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

‘U’ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী কি?

সংজ্ঞাঃ

উঁচু পার্বত্য অঞ্চলে হিমবাহ যে উপত্যকার মধ্য দিয়ে অগ্রসর হয় যেখানে হিমবাহের ক্রমাগত পার্শ্বক্ষয় ও নিম্নক্ষয় সমানভাবে হওয়ার ফলে পার্বত্য উপত্যকাটির আকৃতি ইংরেজি ‘U’ অক্ষরের মতো হয়ে যায়, একে ‘U’ আকৃতির উপত্যকা বা হিমদ্রোণী (Glacial trough) বলে । হিমবাহ কোনো নদী উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হলে হিমবাহ ও নদীর একই সঙ্গে ক্ষয়কাজের ফলে বেশিরভাগ হিমদ্রোণী গড়ে ওঠে বলে বিজ্ঞানীরা অভিমত পোষণ করেন । অনেক সময় হিমদ্রোণীর মধ্য হিমবাহ গলা জল জমে হ্রদ সৃষ্টি হয় ।

উদাঃ

হিমালয়ের রূপকুন্ড নামক হ্রদটি হিমদ্রোনীর মধ্যে সৃষ্টি হয়েছে ।

বৈশিষ্ট্যঃ

U আকৃতির উপত্যকার বৈশিষ্ট্যগুলি হলো নিম্নরূপ

  1. এটি প্রশস্ত ও খাড়া ঢালবিশিষ্ট হয় ।
  2. এর তলদেশ মোটামুটি মসৃণ প্রকৃতির হয় ।

উপরের বিষয়টি থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।

2 COMMENTS

  1. […] পরবর্তী পোষ্টগুলিতে], চ) U-আকৃতির উপত্যকা (U -Shaped Valley)………[বিস্তারিত পরবর্তী […]

Comments are closed.