সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কি ?

0
সমুদ্রস্রোতের ধারণা ও সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। সমুদ্রস্রোতের ধারণা ও সমুদ্রস্রোত সৃষ্টির কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

সমুদ্রস্রোতের ধারণা ও সমুদ্রস্রোত সৃষ্টির কারণ কি ?

সমুদ্রস্রোতের ধারণা:

পৃথিবীর আবর্তন গতি, নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্রজলের উষ্ণতা, লবণতা, ঘনত্বের তারতম্য ইত্যাদি কারণে সমুদ্রের ওপরের জলরাশি একটি নির্দিষ্ট দিকে ভূপৃষ্ঠের সঙ্গে অনুভূমিকভাবে নিয়মিত প্রবাহিত হয়। সমুদ্রজলের এই গতিকে সমুদ্রস্রোত বলে। অপরদিকে সমুদ্রের জলরাশি যখন একস্থানে থেকেই ক্রমান্বয়ে ওপর-নীচে ওঠা-নামা করে তখন তাকে সমুদ্রতরঙ্গ বলে। সমুদ্রতরঙ্গের ফলে উপকূলের ক্ষয়ক্ষতি হয়, পাড় ভাঙে। তাই তোমরা বুঝতে পারছো সমুদ্রস্রোত ও সমুদ্র- তরঙ্গ এক নয়। এদের তুলনাগুলি জেনে নাও-

সমুদ্রস্রোতের প্রকারভেদ:

সমুদ্রজলের উষ্ণতা অনুসারে সমুদ্রস্রোত চার প্রকার। যেমন- 

  1. সমুদ্রস্রোত: উষ্ণমণ্ডলের উয় ও হালকা জলরাশি জলের উপরিভাগ দিয়ে পৃষ্ঠপ্রবাহরূপে শীতল মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে উষ্ণ সমুদ্রস্রোত বলে।
  2. শীতল সমুদ্রস্রোত: মেরু অঞ্চলের শীতল ও ভারী জলরাশি জলের নীচের অংশ দিয়ে অন্তঃস্রোতরূপে উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এরূপ স্রোতকে শীতল সমুদ্রস্রোত বলে। এই স্রোত উচ্চ অক্ষাংশ থেকে হিমশৈল বহন করে আনে। 
  3. বহিঃস্রোত: সমুদ্রতলের ওপর দিয়ে প্রবাহিত সমুদ্রস্রোত ।
  4.  অন্তঃস্রোত: সমুদ্রের 200-1000 মিটার গভীরতার মধ্য দিয়ে প্রবাহিত সমুদ্রস্রোত। সমুদ্রজলের ঘনত্বের তারতম্যে এই স্রোতের সৃষ্টি হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।