সমচাপ রেখা কাকে বলে ?

0
সমচাপ রেখা কাকে বলে ? এর বৈশিষ্ট্য কী কী ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। সমচাপ রেখা কাকে বলে এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

সমচাপ রেখা কাকে বলে ? এর বৈশিষ্ট্য কী কী ?

একই পরিমাণ বায়ুচাপযুক্ত অঞ্চলগুলোকে মানচিত্রে যে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করা হয়, তাকে সমচাপ রেখা বলে।

বৈশিষ্ট্য: 

  1. সমচাপ রেখায় বায়ুচাপকে মিলিবার এককে (mb) প্রকাশ করা হয়। কোনো স্থানের বায়ুচাপ 980 mb থেকে 1050 mb হলে তাকে স্বাভাবিক বায়ুচাপ বলা যায়। 
  2. সাধারণত সমচাপ রেখায় উচ্চস্থানের বায়ুর চাপকে সমুদ্র সমতলের বায়ুচাপের হিসাবে দেখানো হয়। 
  3. সমচাপ রেখা পরস্পরকে স্পর্শ বা অতিক্রম করতে পারে না। 
  4. কোনো অঞ্চলে সমচাপ রেখাগুলি নিজেদের থেকে দূরে দূরে অবস্থান করলে আবহাওয়া শান্ত থাকে এবং 5 নিজেদের কাছাকাছি চক্রাকারে অবস্থান করলে সেই অঞ্চলের বায়ুচাপের পার্থক্য বেশি, ফলে সেখানে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।