শিলার শ্রেণি বিভাগ ?

0
উৎপত্তি অনুসারে বিভিন্ন শিলার শ্রেণি বিভাগ করো এবং প্রতিটি শ্রেণির দুটি করে উদাহরণ দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। উৎপত্তি অনুসারে বিভিন্ন শিলার শ্রেণি বিভাগ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

উৎপত্তি অনুসারে বিভিন্ন শিলার শ্রেণি বিভাগ করো এবং প্রতিটি শ্রেণির দুটি করে উদাহরণ দাও ?

উৎপত্তি অনুসারে শিলাকে প্রধান তিনটি শ্রেণিতে ভাগ করা যায়, যথা: আগ্নেয়শিলা,পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা।

  1. আগ্নেয়শিলা: উত্তপ্ত তরল ম্যাগমা তাপ বিকিরণের ফলে শীতল ও কঠিন হয়ে পৃথিবীর অভ্যন্তরে যে শিলার সৃষ্টি হয়, তাকে আগ্নেয়শিলা বলে। উত্তপ্ত ও তরল লাভা শীতল হয়ে জমাট বেঁধে সাধারণত আগ্নেয় শিলার সৃষ্টি হয়। উদাহরণ: গ্রানাইট, ব্যাসল্ট প্রভৃতি।
  2. পাললিক শিলা: সমুদ্র, হ্রদ অথবা পৃথিবীর অন্য কোনো জলভাগের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিরাশি বহু বছর পরে শক্ত হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে পাললিক শিলা বলে। উদাহরণ: কাদাপাথর, বেলেপাথর, চুনাপাথর প্রভৃতি।
  3. রূপান্তরিত শিলা: ভূপৃষ্ঠের অত্যধিক চাপ ও ভূগর্ভের তাপে আগ্নেয় ও পাললিক শিলা অনেক সময় চরিত্র পরিবর্তন করলে যে শিলা সৃষ্টি হয় তাকে রূপান্তরিত শিলা বলে। পরিবর্তন ও রূপান্তরের মাধ্যমে সৃষ্টি হয় বলে এই শিলাকে পরিবর্তিত বা রূপান্তরিত শিলা বলা হয়ে থাকে। উদাহরণ: বেলেপাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টজাইট ও চুনাপাথর রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।