কী উপায়ে শিলা রূপান্তরিত হয় ?

0
কী কী উপায়ে শিলা রূপান্তরিত হয় ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। কী কী উপায়ে শিলা রূপান্তরিত হয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

কী কী উপায়ে শিলা রূপান্তরিত হয় ?

শিলা রূপান্তরিত হওয়ার কারণ:

  1. অত্যধিক চাপের ফলে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তরের দ্বারা নীচের শিলাস্তরের উপর প্রচন্ড চাপের ফলে অথবা ভূ-আলোড়নের ফলে সৃষ্ট প্রবল চাপে আগ্নেয় বা পাললিক শিলাসমূহ ব্যাপকভাবে পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। পৃথিবীর আদিযুগের অধিকাংশ আগ্নেয়শিলা এই প্রক্রিয়ায় রূপান্তরিত হয়েছিল। গ্রানাইট এইভাবে নিস্-এ পরিণত হয়। 
  2. অত্যধিক তাপের ফল: ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর ভূগর্ভে চাপা পড়ে গেলে ভূগর্ভের অতাধিক তাপের প্রভাবে শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তন হয়। এই পরিবর্তনের ফলে শিলা রূপান্তরিত হয়। এছাড়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় ভূগর্ভ থেকে নির্গত প্রচণ্ড উত্তপ্ত গলিত লাভার সংস্পর্শে এলে অনেক সময় শিলার রূপান্তর ঘটে। তবে শিলার এই রূপান্তর খুব অল্প স্থান জুড়ে সংঘটিত হয়, এইজন্য এই রূপান্তরকে স্থানীয় রূপান্তরও বলে। তাপের প্রভাবে শিলার এই রূপান্তর হয় বলে একে তাপ বা স্পর্শ রূপান্তরও বলা হয়। চুনাপাথর এইভাবে মার্বেলে রূপান্তরিত হয়। 
  3. রাসায়নিক প্রক্রিয়ার ফল: অনেক সময় আগ্নেয় ও পাললিক শিলার মধ্যবর্তী খনিজ পদার্থগুলো রাসায়নিকভাবে পরিবর্তিত হয়। এই পরিবর্তনের ফলে আগ্নেয় ও পাললিক শিলা পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলা গঠিত হয়। সিডেরাইট এইভাবে নিমোনাইটে পরিণত হয়।
  4. চাপজনিত চলনের ফল: প্রবল চাপের ফলে ভূ-অভ্যন্তরের শিলাসমূহ নমনীয় হয় এবং গতিশীল হয়ে পড়ে। এই গতিশীল নমনীয় শিলাস্তরের মধ্যবর্তী বিভিন্ন খনিজ পদার্থ আলাদাভাবে পরিবর্তিত হয়ে শিলার রূপান্তর ঘটায়। 

পরিবর্তিত শিলা দৃঢ়সংঘবদ্ধভাবে গঠিত হওয়ায় খুব ধীরে ধীরে ক্ষয়প্রপ্তহয়। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় শ্লেট, কোয়ার্টজ়াইট, নাইস এবং পুরুলিয়া জেলায় শ্বেতপাথর পাওয়া যায়।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।