আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়া এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি উল্লেখ করো ?
রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াসমূহ:
রাসায়নিক আবহবিকারের প্রধান প্রক্রিয়াগুলি হল
- কার্বনেশন বা অঙ্গার যোজন: চুনাপাথর, ডলোমাইট প্রভৃতি শিলার মৃদু কার্বনিক অ্যাসিডের সাথে বিক্রিয়াই হল কার্বনেশন প্রক্রিয়া ।
- অক্সিডেশন বা জারণ: শিলা মধ্যস্তি খনিজের সাতে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকে অক্রিডেশন বা জারণ প্রক্রিয়া বলা হয়।
- হাইড্রেশন বা জলযোজন: শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়াকে হাইড্রেশন বা জলযোজন বলে।
- হাইড্রোলিসিস বা আর্দ্র বিশ্লেষণ: জল হাইড্রোজেন আয়ন (H+) ও হাইড্রক্সিল আয়নে (OH-) বিশ্লিষ্ট হয়ে শিলা মধ্যস্থিত খনিজের সঙ্গে বিক্রিয়া করলে তাকে হাইড্রোলিসস প্রক্রিয়া বলা হয়।
- দ্রবণ: এই প্রক্রিয়ায় খনিজ পদার্থ সরাসরি জলে দ্রবীভূত হয়।
- বিজারণ: খনিজের সাথে ইলেকট্রনের (e-) সংযুক্তির ফলে ঋণাত্মক যোজ্যতা বেড়ে যায়। এজন্য একে বিজারণ বলা হয়।
উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।