রবিমার্গ কী ?

0
রবিমার্গ কী ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। রবিমার্গ কী এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

রবিমার্গ কী ?

সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন:

22শে ডিসেম্বর থেকে 21শে মার্চ হয়ে 21শে জুন তারিখ পর্যন্ত সূর্য উত্তরদিকে অগ্রসর হতে থাকে। একে সূর্যের উত্তরায়ণ বলে। 21শে জুন সূর্য উত্তরায়ণের শেষ সীমায় পৌঁছায় বলে 21শে জুন তারিখকে উত্তর অয়নান্ত দিবস বলে এবং এই দিন সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয় বলে এই দিনকে কর্কটসংক্রান্তি বলে। আবার 22 শে ডিসেম্বর সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায় বলে এই তারিখকে দক্ষিণ অয়নান্ত দিবস বলে এবং এই দিন সূর্য মকরক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয় বলে 22 শে ডিসেম্বরকে মকর সংক্রান্তি বলে। 21 শে জুন থেকে 23শে সেপ্টেম্বর হয়ে 22শে ডিসেম্বর সূর্য দক্ষিণ দিকে অগ্রসর হয়। একে সূর্যের দক্ষিণায়ন বলে। যে পথে সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটে তাকে রবিমার্গ বলে।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।