পৃথিবীর কক্ষপথের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

0
পৃথিবীর কক্ষপথের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পৃথিবীর কক্ষপথের সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পৃথিবীর কক্ষপথের সংক্ষিপ্ত পরিচয় দাও ?

পৃথিবীর কক্ষপথ :

সংজ্ঞা:

পৃথিবী যে নির্দিষ্ট 96 কোটি কিমি উপবৃত্তাকার পথে ঘড়ির কাঁটার বিপরীতে সূর্যকে প্রদক্ষিণ করে ওই পথকে কক্ষপথ বলে। জার্মান জ্যোতির্বিজ্ঞানী জোহানস কেপলার প্রথম সৌরজগতের গ্রহসমূহের উপবৃত্তাকার কক্ষপথের কথা বলেন।

কক্ষতল:

পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণের নির্দিষ্ট পথ বা কক্ষপথটি যে সমতলে অবস্থান করে তাকে কক্ষতল বলে। সূর্যের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র এই উপবৃত্তাকার কক্ষপথের একই সমতলে অবস্থান করে। । 

পৃথিবীর পরিক্রমণ কক্ষপথের দৈর্ঘ্য:

প্রায় 96 কোটি কিমি অবস্থান করে।

পরিক্রমণ কক্ষপথের আকৃতি:

অনেকটা উপবৃত্তাকার। সূর্য এই উপবৃত্তের একটি নাভিতে অবস্থিত।

কক্ষতলের সঙ্গে পৃথিবীর মেরুরেখার হেলানো অবস্থান:

পরিক্রমণের সময় পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সবসময় 66° কোণে বা ধ্রুবতারার দিকে হেলে থাকে। আবার নিরক্ষীয় তলের সঙ্গে মেরুরেখা সর্বদা 23° কোণে হেলে থাকে।

কক্ষপথের বৈশিষ্ট্য:

  • পৃথিবীর কক্ষপথটি উপবৃত্তাকার।
  • পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য বা পরিধি প্রায় 96 কোটি কিমি।
  • পৃথিবীর কক্ষপথের দুটি নাভি, তার একটিতে সূর্য অবস্থান করে।
  • পৃথিবীর কেন্দ্র ও সূর্যের কেন্দ্র কক্ষতলের এক সমতলে অবস্থান করে।
  • পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে সর্বদা 66½° কোণে হেলে থাকে।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।