পৃথিবীর গোলত্বের প্রত্যক্ষ প্রমাণ গুলি ?

0
পৃথিবীর গোলত্বের প্রত্যক্ষ প্রমাণ গুলি ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। তাই এই প্রশ্নটি ছাত্রছাত্রীরা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। “পৃথিবীর গোলত্বের প্রত্যক্ষ প্রমাণ” এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি:

বিভিন্ন মহাকাশ অভিযানের সময় মহাকাশ থেকে পৃথিবীর যেসব ছবি তোলা হয়েছে তাতে সবসময় পৃথিবীকে গোলাকার দেখা গেছে। পৃথিবীর আকার যে গোলাকার, মহাকাশ থেকে তোলা পৃথিবীর গোলাকার ছবিই তার শ্রেষ্ঠ প্রমাণ।

মহাকাশচারীদের অভিজ্ঞতা:

  • পৃথিবীর সর্বপ্রথম সফল মহাকাশচারী ইউরি গ্যাগারিন ১৯৬১ সালের ১২ই এপ্রিল স্পুটনিক এ চড়ে পৃথিবীকে প্রদক্ষিনের সময় সচক্ষে দেখেন যে, পৃথিবী দেখতে গোলাকার বটে, তবে তা অনেকটা পেয়ারার মতো। এছাড়া তাঁর তোলা পৃথিবীর ছবিও দেখতে গোলাকৃতি ও মন্ডলাকার।
  • ১৯৬৯ খ্রিস্টাব্দের ২১ জুলাই সর্বপ্রথম চন্দ্রপৃষ্ঠে পদার্পণকারী পৃথিবীর দুই মহাকাশচারী নীল আমস্ট্রং ও এডউইন অলড্রিন চন্দ্রপৃষ্ঠ থেকে ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূর থেকে ঘোর কালো মহাকাশের পটভূমিতে পৃথিবীকে নীল গোলকের  মতো দেখেন এবং তখন পৃথিবীকে নীল গ্রহ (Blue Planet) বলে মনে হয়।
  • এরপর বিশ্বের প্রথম মহিলা মহাকাশচারী ভ্যালেন্তিনা তেরেসকোভা এবং প্রথম ভারতীয় মহাকাশচারী রাখেশ শর্মা মহাকাশ থেকে পৃথিবীর একই রকম গোলীয় আকৃতি দেখেন।

আলোক তরঙ্গ:

আমরা টেলিভিশনে আলোক তরঙ্গ বাহিত ছবির প্রতিফলন দেখতে পাই। এই টেলিভিশন কেন্দ্রের প্রচারিত অনুষ্ঠান অপেক্ষাকৃত দূরের লোকেরা দেখতে পারেনা। পৃথিবীপৃষ্ঠের বক্রতা বা গোলত্বের জন্য সরলরেখায় অগ্রসরশীল আলোক তরঙ্গ প্রচারকেন্দ্র থেকে অনেক দূরে অবস্থিত গ্রাহক যন্ত্রে পৌঁছাতে পারেনা। পৃথিবী যদি সমতল হত তাহলে কলকাতা থেকে প্রচারিত টেলিভিশন অনুষ্ঠান দূরবর্তী কোনো বিরল কেন্দ্রে থেকে সহজেই দেখা যেত। 

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার কোনো সাহায্যে লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করে তাদের সাহায্য করুন। প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।