পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার কেনো ?

0
পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হলো কেনো সংক্ষেপে আলোচনা করা হলো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন বিষয় নিয়ে আলোচনা করবো যে বিষয়টি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার কেনো এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হলো কেনো সংক্ষেপে আলোচনা করা হলো ?

পৃথিবীর আকৃতি অভিগত গোলাকার হওয়ার কারণ:

কোন গোলাকার নমনীয় বস্তু যদি নিজের মেরুদন্ডের উপর লাট্টুর মত অনবরত আবর্তন করতে থাকে তবে তার মধ্যে একই সঙ্গে পরস্পর বিরোধী দু প্রকার বল বা শক্তির সৃষ্টি হয়। এই পরস্পর বিরোধী এই দু – প্রকার শক্তি হলো – কেন্দ্রমুখী (Centripetal) শক্তি ও কেন্দ্রাতিগ (Centrifugal) শক্তি। কোন বস্তুর আবর্তন গতির ফলে একইসঙ্গে এই দুই প্রকার শক্তির উদ্ভব হয়, যার প্রভাব উত্তপ্ত গলিত বা নমনীয় গোলাকার বস্তুটির প্রান্ত দেশ কিছুটা চাপা এবং মধ্যভাগ কিছুটা স্ফীত হয়ে থাকে।

সৃষ্টির প্রথম অবস্থায় পৃথিবী ছিল উত্তপ্ত ও তরল অবস্থায়। এই অবস্থা থেকে ক্রমাগত নিজের মেরুদন্ডের উপর আবর্তন করার ফলে পৃথিবীতে কেন্দ্রমুখী শক্তির প্রভাবে উভয় মেরু অঞ্চল কিছুটা কমে গেছে এবং কেন্দ্রাতিগ বলের প্রভাবে নিরক্ষীয় অঞ্চল কিছুটা স্ফীত হয়েছে। ফলে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায়।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য বা পরে অধ্যায়ন করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।