পর্বতের সংক্ষিপ্ত বর্ণনা ?

0
উদাহরণসহ পর্বতের সংক্ষিপ্ত বর্ণনা দাও ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পর্বতের সংক্ষিপ্ত বর্ণনা এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

উদাহরণসহ পর্বতের সংক্ষিপ্ত বর্ণনা দাও ?

  1. সাধারণত 900 মিটারের বেশি উঁচু, অনেক দূর বিস্তৃত, শিলা দ্বারা গঠিত ভূমিরূপই হল পর্বত।
  2. পর্বতের বেশিরভাগ অংশই খাড়া ঢালযুক্ত ও খুব উঁচু নীচু হয়। 
  3. পর্বতের উপরের দিকের সরু, সূঁচালো অংশকে পর্বতশৃঙ্গ বলে। হিমালয় পর্বতের মাউন্ট এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ (উচ্চতা 8,848 মিটার)। 
  4. দুটো পর্বতশৃঙ্গের মাঝখানের নীচু খাতের মতো অংশকে পর্বত উপত্যকা বলে। 
  5. অনেকগুলি পর্বতশৃঙ্গ ও পর্বত উপত্যকা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অবস্থান করলে তাকে পর্বতশ্রেণি বলা হয়। 
  6. অনেকগুলো পর্বতশ্রেণি বিভিন্ন দিক থেকে এক জায়গায় এসে মিলিত হলে তখন তাকে পর্বতগ্রন্থি বলে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।