আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায় কেন ?
নদী, সমুদ্র বা হ্রদের তলায় স্তরে স্তরে পলি জমা হওয়ার সময় বিভিন্ন ধরনের জলজ উদ্ভিদ ও প্রাণীদের দেহও তার মধ্যে চাপা পড়ে। পলি জমাট বেঁধে পাথরে পরিণত হওয়ার সময় শিলাস্তরে চাপা পড়া এইসব উদ্ভিদ ও প্রাণীর দেহও আস্তে আস্তে জমাট বেঁধে পাথরে পরিণত হয়ে জীবাশ্ম সৃষ্টি করে এবং শিলাস্তরের ওপর তার ছাপ দেখা যায়। এই জন্য জীবাশ্ম কেবল পাললিক শিলাতেই দেখতে পাওয়া যায়।
বর্তমানের উচ্চ ভঙ্গিল পর্বতগুলি (হিমালয়, আন্দিজ, রকি প্রভৃতি) যে এককালে সমুদ্রের নীচে জমে থাকা পলি থেকে সৃষ্টি হয়েছিল, ভূতত্ত্ববিদেরা তা ওই সমস্ত পর্বতের পাললিক শিলা থেকে পাওয়া জলজ উদ্ভিদ ও প্রাণীর জীবাশ্ম থেকে প্রমাণ করেছেন। জীবাশ্ম পৃথিবীর আদিকালের জীবজগৎ সম্পর্কে গবেষণার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।