পাললিক শিলার উৎপত্তি ?

0
কীভাবে পাললিক শিলার উৎপত্তি হয় ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। পাললিক শিলার উৎপত্তি এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

কীভাবে পাললিক শিলার উৎপত্তি হয় ?

কোটি কোটি বছর ধরে ভূপৃষ্ঠে অনাবৃত অবস্থায় থাকা আগ্নেয় শিলাখণ্ডগুলি সূর্যতাপ, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয় কাজের ফলে চূর্ণবিচূর্ণ হয়ে এবং নানান রকম রাসায়নিক প্রক্রিয়ায় ক্রমশ দুর্বল ও ক্ষয়প্রাপ্ত হয়ে কাঁকর, বালি, কাদা প্রভৃতি পদার্থে পরিণত হয়। পরবর্তীকালে নদী, হিমবাহ, বায়ুপ্রবাহ প্রভৃতির দ্বারা পরিবাহিত হওয়া এইসব পদার্থ যুগযুগ ধরে সমুদ্র, হ্রদ কিংবা নদীর তলদেশে স্তরে স্তরে জমা হয়ে ওপরের শিলাস্তর ও জলস্তরের প্রচণ্ড চাপ ও ভূ-গর্ভের তাপে জমাট বেঁধে পাললিক শিলায় পরিণত হয়। উদাহরণ: বেলেপাথর।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।