নিয়তবায়ু প্রবাহের ওপর পৃথিবীর আবর্তন গতির প্রভাব লেখো ?

0
নিয়তবায়ু প্রবাহের ওপর পৃথিবীর আবর্তন গতির প্রভাব লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। নিয়তবায়ু প্রবাহের ওপর পৃথিবীর আবর্তন গতির প্রভাব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

নিয়তবায়ু প্রবাহের ওপর পৃথিবীর আবর্তন গতির প্রভাব লেখো ?

নিয়তবায়ু প্রবাহের ওপর আবর্তন গতির প্রভাব :

পৃথিবীর আবর্তনগতির ফলে সৃষ্টি কোরিওলিস বলের প্রভাবে বায়ুপ্রবাহ উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁদিকে বেঁকে প্রবাহিত হয়। যা ফেরেল-এর সূত্র নামে পরিচিত পৃথিবীর আবর্তন গতির ফলে যে কোরিওলিস বলের সৃষ্টি হয় তার প্রভাব সর্বাধিক পরিলক্ষিত হয় নিয়তবায়ু প্রবাহে। ভূপৃষ্ঠে তিন ধরনের নিয়ত বায়ু প্রবাহিত হয় – আয়ন বায়ু, পশ্চিমা বায়ু ও মেরু বায়ু।

আয়ন বায়ু :

কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়দ্বয় থেকে নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুদ্বয় উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যথাক্রমে উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব আয়নবায়ু রূপে প্রবাহিত হয় । 

পশ্চিমা বায়ু :

কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত পশ্চিমা বায়ু কোরিওলিস বলের প্রভাবে উত্তর-গোলার্ধে ডান ও দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যথাক্রমে দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু রূপে প্রবাহিত হয়।

মেরু বায়ু :

দুই মেরু দেশীয় উচ্চ চাপ বলয়দ্বয় থেকে মেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়দ্বয়ের দিকে প্রবাহিত মেরুবায়ু উত্তর গোলার্ধে ডানদিকে এবং দক্ষিণ গোলার্ধে বাঁদিকে বেঁকে যথাক্রমে উত্তর-পূর্ব মেরু বায়ু ও দক্ষিণ-পূর্ব মেরু বায়ু রূপে প্রবাহিত হয়।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।