আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। কৃষিকাজ ছাড়াও আর কোন কাজে মাটিকে ব্যবহার করা হয় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
কৃষিকাজ ছাড়াও আর কোন কোন কাজে মাটিকে ব্যবহার করা হয় ?
কৃষিকাজ ছাড়া আরও অন্যান্য কাজে মাটি ব্যবহার করা হয়, যেমন:
- গ্রামাঞ্চলে গৃহ নির্মাণ: গ্রামাঞ্চলে গৃহর নির্মাণের জন্য এঁটেল মাটির চাঁই ব্যবহার করা হয়। মাটির বাড়ির উঠোন ও দেওয়াল লেপার জন্য মাটি ব্যবহার করা হয়।
- পাকাবাড়ি নির্মাণ: পোড়া মাটির ইট ব্যবহার করে গ্রাম, শহর ও শিল্পাঞ্চলে গৃহ নির্মাণ করা হয়।
- প্রতিমা ও পুতুল তৈরি: কাঁচা মাটি দিয়ে প্রতিমা, প্রতিকৃতি ও পুতুল তৈরি করা হয়। পোড়া মাটি দিয়েও পুতুল তৈরি করা যায়, যেমন: কৃষ্ণনগরের পুতুল শিল্প। পোড়ামাটি দিয়েও পুতুল তৈরি করা যায়, একে পোড়া মাটির শিল্প (টেরাকোটা) বলা হয় (যেমন: বাঁকুড়ার পোড়ামাটির শিল্প)।
- গৃহকাজে ব্যবহার্য সামগ্রী: মাটি দিয়ে হাড়ি, কলসি, ভাঁড়, প্রদীপ, ফুলের টব প্রভৃতি তৈরি করা হয়।
- রাস্তা তৈরি: শহর ও গ্রামাঞ্চলে পোড়ামাটির ইট রাস্তা তৈরীতে কাজে লাগে।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।