মাটিদূষণ প্রতিকারের উপায় ?

0
মাটিদূষণ প্রতিকারের কয়েকটি উপায় লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মাটিদূষণ প্রতিকারের কয়েকটি উপায় এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

মাটিদূষণ প্রতিকারের কয়েকটি উপায় লেখো ?

কয়েকটি সাধারণ নিয়ম পালন করে ভূমিদূষণের অনেকাংশে প্রতিকার করা যায়, যেমন-

  1. প্লাস্টিক ও পলিথিন জাতীয় জিনিসপত্র এবং পলিপ্যাকের ব্যবহার কমিয়ে কাগজ, শালপাতা, পাট প্রভৃতি জৈবপদার্থ এবং মাটির পাত্রের ব্যবহার বাড়তে হবে। 
  2. কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমাতে হবে এবং গোবর, খোল প্রভৃতি জৈবপদার্থের ব্যবহার বাড়াতে হবে। 
  3. ভূমি দূষণ রোধ করার জন্য কলকারখানাগুলিতে উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে। এবং কলকারখানা ও শহরাঞ্চলের কঠিন ও রাসায়নিক বর্জ্যপদার্থ থেকে বিদ্যুৎ ও সার উৎপাদন করতে হবে। 
  4. তেজস্ক্রিয় পদার্থ ব্যবহারের সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। 
  5. তাপবিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্গত ছাইয়ের যথোপযুক্ত ব্যবহার করে ভূমিদূষণ রোধ করার জন্য ওইসব পদার্থকে সিমেন্ট শিল্প, ইট তৈরি, রাস্তা নির্মাণ প্রভৃতি কাজে লাগাতে হবে। 
  6. শিল্পাঞ্চল এবং শহরগুলোর দাহ্য আবর্জনা পুড়িয়ে ফেলে ভূমিদূষণের পরিমাণ কমাতে হবে।

উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।