আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। মালভূমির গুরুত্ব এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
Advertisement
মালভূমির গুরুত্ব উল্লেখ করো ?
মালভূমির গুরুত্ব:
- মালভূমি অঞ্চলগুলি বিশেষত প্রাচীন মালভূমিগুলি সাধারণত খনিজ সম্পদে সমৃদ্ধ হয়। যেমন — ছোটোনাগপুর মালভূমি খনিজ সম্পদে সমৃদ্ধ বলে একে ভারতের খনিজ ভাঙার বলা হয়। তেমনি কানাডিয়ান শিল্প অঞ্চলও খনিজ সম্পদে উন্নত।
- মালভূমিগুলি সাধারণত কঠিন শিলায় গঠিত বলে চাষাবাদের পক্ষে অসুবিধাজনক।
- মালভূমিগুলিতে মানুষের বসবাস ও জীবিকা অর্জনের সুযোগ কম বলে সাধারণভাবে এখানে লোকবসতির ঘনত্ব কম হয়ে থাকে।
- মালভূমির নদীগুলি সাধারণত খরস্রোতা হয় এবং জলপ্রপাতও দেখা যায় বলে এই অঞ্চল জলবিদ্যুৎ উৎপাদনের পক্ষে সুবিধাজনক। এই কারণে দাক্ষিণাত্য মালভূমিতে জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বেশি গড়ে উঠতে দেখা যায়।
- পৃথিবীর অধিকাংশ মালভূমির ভূপ্রকৃতি বন্ধুর ও অনুর্বর প্রকৃতির হওয়ায় এবং সেখানে কৃষিকার্যের বিস্তার তেমন না ঘটায় অরণ্যসম্পদের বিকাশ ঘটতে দেখা যায় ।
- মালভূমি অঞ্চলের পশুপালন ও পশু শিকার অধিবাসীদের অন্যতম জীবিকা।
- খনিজ সম্পদে সমৃদ্ধ মালভূমি অঞ্চলে খনিজভিত্তিক শিল্পের বিকাশ ঘটতে দেখা যায়। যেমন- জামশেদপুর ও দুর্গাপুরে লৌহ-ইস্পাত শিল্প।
উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।