খরার কারণ ?

0
খরার কারণগুলি লেখো ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা অধ্যায়ন করবো ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে যে প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই উপযোগী। এই প্রশ্নটি অধ্যায়ন করলে ছাত্রছাত্রীরা খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। খরার কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

খরার কারণগুলি লেখো ?

খরার কারণসমূহ: যেসব কারণের জন্য কোনো অঞ্চল খরায় কবলিত হয় সেই সব কারণগুলিকে প্রধান দুটি ভাগে ভাগ করে আলোচনা করা হল-

প্রাকৃতিক কারণ:

প্রাকৃতিক যেসব কারণে কোনো অঞ্চলে খরা দেখা দেয় তা হল

  1. স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হলে।
  2. অধিক হারে বাষ্পীভবনে মাটির আর্দ্রতা নষ্ট হলে ও কৈশিক জলের অভাব ঘটলে।
  3. স্বাভাবিক সময়ের চেয়ে দেরিতে বৃষ্টি শুরু হলে।
  4. স্বাভাবিক সময়ের অনেক আগেই বৃষ্টিপাত বন্ধ বা শেষ হয়ে গেলে।
  5. বর্ষাকাল চলাকালীন অনেকদিন বৃষ্টিহীন থাকলে।
  6. গ্রিন হাউসের প্রভাবের ফলে পৃথিবীর গড় তাপ ধীরে ধীরে বেড়ে গিয়ে খরা পরিস্থিতির সৃষ্টি হয়।

মানবিক কারণ:

  1. বৃক্ষচ্ছেদন: অনিয়ন্ত্রিত ভাবে যথেচ্ছ অরণ্য বিনাশের কারণে বৃষ্টিপাত কমে আসছে এবং বাতাসে CO, এর পরিমাণ বেড়ে গিয়ে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে বলে খরার প্রবণতাও বাড়ছে।
  2. অতি নগরায়ণ: নগরায়ণের দ্রুত বৃদ্ধি খরার প্রবণতার বৃদ্ধি ঘটায়।

উপরোক্ত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি আপনার পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করতে ভুলবেন না। প্রশ্নটি পরে অধ্যায়ন করার ক্ষেত্রে বা নিজের কাছে সংরক্ষিত করার জন্য সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।