ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ও বৈশিষ্ট্য ?

ক্ষয়জাত পর্বতের বা অবশিষ্ট পর্বতের উৎপত্তি ও বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো ?

0
ক্ষয়জাত পর্বতের উৎপত্তি ও বৈশিষ্ট্য ?

আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা ভূগোলের একটি গুরত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এই প্রশ্নটি তারা অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। ক্ষয়জাত পর্বতের বা অবশিষ্ট পর্বতের উৎপত্তি ও বৈশিষ্ট্য এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

Advertisement

ক্ষয়জাত পর্বতের উৎপত্তি / অবশিষ্ট পর্বতের উৎপত্তি:

ক্ষয়জাত বা অবশিষ্ট পর্বত নিম্নলিখিতভাবে সৃষ্টি হতে পারে

প্রাচীন ভঙ্গিল পর্বত থেকে সৃষ্ট ক্ষণাজাত পর্বত:

কঠিন ও নরম শিলা দ্বারা গঠিত প্রাচীন ভঙ্গিল পর্বতের নরম শিলাস্তর দ্রুতহারে ক্ষয় হলেও কঠিন শিলায় গঠিত অংশ কম হারে ক্ষয় হয়ে অনুচ্চ বা কম উঁচু ঢিবি আকারে অবস্থান করে পর্বতের আকার প্রাপ্ত হয়। এভাবে ক্ষয়জাত পর্বতের সৃষ্টি হয়ে থাকে। উদাহরণ: আরাবল্লী পর্বত, ইউরাল পর্বত এভাবেই গঠিত হয়েছে।

উচ্চ মালভূমি ক্ষয়প্রাপ্ত হয়ে গঠিত ক্ষয়জাত পর্বত:

উচ্চ মালভূমির নরম বা পাললিক শিলাস্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হলেও এই সব মালভূমির কঠিন শিলায় গঠিত অংশ কম ক্ষয় পেয়ে বিচ্ছিন্ন রূপে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়। উদাহরণ: মধ্য ভারতের মহাকাল ও মহাদেব পর্বত এই ধরনের পর্বতের উদাহরণ।

পাললিক শিলাস্তরে আগ্নেয়শিলার অনুপ্রবেশ ঘটলে:

নরম পাললিক শিলাস্তরে কঠিন আগ্নেয় শিলার অনুপ্রবেশ ঘটলে প্রাকৃতিক শক্তির প্রভাবে নরম শিলা দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং কঠিন শিলা উন্মুক্ত হয়ে অবশিষ্ট পর্বতরূপে অবস্থান করে।

ক্ষয়জাত পর্বতের বৈশিষ্ট্য:

  • এই পর্বতগুলি বয়সে প্রাচীন।
  • বিভিন্ন প্রকার পর্বত বা উঁচু মালভূমি ক্ষয় হয়ে ক্ষয়জাত পর্বত সৃষ্টি হয় ।
  • এই ধরনের পর্বতের উচ্চতা কখনোই খুব বেশি হয় না।
  • এই প্রকার পর্বতের বন্ধুরতা কম হয়।
  • অধিকাংশ ক্ষেত্রে এই পর্বতের মাথাগুলি গোলাকার হয়ে থাকে।
  • প্রধানত কঠিন আগ্নেয় ও রূপান্তরিত শিলা দ্বারা এই পর্বত গঠিত।
  • এই পর্বতের ঢাল কম হয়ে থাকে।
  • প্রধানত কঠিন রূপান্তরিত ও আগ্নেয় শিলা দ্বারা এই পর্বত গঠিত।
  • ভূপৃষ্ঠ ক্ষয়কারী শক্তি এই পর্বতের গঠনের সঙ্গে সম্পর্কিত।

উপরোক্ত অংশ থেকে কোনো বিস্ময় থাকলে অবশ্যই নিচে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। প্রশ্নের বিষয়টি নিজের কাছে সংরক্ষিত করার জন্য বা পরে অধ্যায়ন করার ক্ষেত্রে সরাসরি (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।