আমাদের ওয়েবসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আজ আমরা ভূগোলের একটি গুরুত্বপূর্ন প্রশ্ন নিয়ে আলোচনা করবো যে প্রশ্নটি পরীক্ষার জন্য ছাত্রছাত্রীদের কাছে খুবই উপযোগী এবং এই প্রশ্নটি তারা গুরত্ব সহকারে অধ্যায়ন করলে পরীক্ষায় খুব সহজেই ভালো নম্বর অর্জন করতে পারবে। জলদূষণের উৎস বা কারণ এই প্রশ্নটি নিয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
জলদূষণের উৎস বা কারণ আলোচনা করো ?
নানা ভাবে ভূপৃষ্ঠের এবং ভূ-অভ্যন্তরের জল দূষিত হয় নিম্নে অতি সংক্ষেপে তা আলোচনা করা হল। যথা-
- শিল্প কারখানা: আমরা জানি পৃথিবীর যত বড়-ছোট শিল্প আছে তা মূলত নদীর ধারে গড়ে ওঠে। এই শিল্প কারখানাগুলি থেকে নানান ধরনের বিষাক্ত রাসায়ানিক পদার্থ নদীর পথ ধরে সমুদ্রে পতিত হয়ে জলদূষণে সাহায্য করে।
- গৃহস্থালীর বর্জ্য পদার্থ: আমাদের দৈনন্দিন জীবনের নানা রকমের গৃহস্থলীজাত বর্জ্যপদার্থ বিভিন্ন ভাবে জলে মিশে জলকে দূষিত করে তোলে।
- কৃষিক্ষেত্রে ব্যবহৃত সার: আমাদের ভারতবর্ষের ৭০ শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই কৃষিকাজের জন্য জমিতে বিভিন্ন ধরনের সার ও কীটনাশক ব্যবহার করা হয় যা পরবর্তী সময়ে জলে মিশে জলকে দূষিত করে তোলে।
- তেজস্ক্রিয় পদার্থ: বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় পদার্থ জলে মিশে জলকে দূষিত করে।
- খনিজ তেল: কোনো কারণে খনিজ তেল উত্তোলনের সময় যদি সমুদ্রের জলে তেল মিশে যায় তবে স্বাভাবিকভাবে এর প্রভাবে সমুদ্রের জল দূষিত হয়।
- শিল্প কারখানা: শিল্প কারখানা থেকে নির্গত উয় জল নদী, নালা, খাল, বিল, সমুদ্রে মিশে গিয়ে জল দূষিত করে।
- অ্যাসিড বৃষ্টি: ফলে জল দূষিত হয়, এছাড়াও আর্সেনিক দূষণ, ভৌমজল দূষণ, তাপীয় দূষণ, নর্দমার বর্জ্যপদার্থ, ইউট্রোফিকেশন প্রভৃতি। এর ফলে জল দূষিত হয়ে পড়ে।
উপরের প্রস্নোধৃত অংশ থেকে কোনো আক্ষেপ থাকলে অবশ্যই আমাদের ওয়েবসাইটে মন্তব্য করুন এবং প্রশ্নের বিষয়টি পছন্দ হলে আপনার বন্ধুদের কাছেও শেয়ার করুন। এই প্রশ্নের বিষয়টি পরে অধ্যায়ন করার জন্য বা নিজের কাছে সংরক্ষিত করে রাখার জন্য সরাসরি পিডিএফ (PDF) ফাইল ডাউনলোড করুন ধন্যবাদ।